ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ন্যায়বিচার নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে কাজ করুন

প্রকাশিত: ০৮:০৮, ৮ আগস্ট ২০১৬

 ন্যায়বিচার নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে  কাজ করুন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, আইনজীবীরা বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ। তাই জনগণ যাতে ন্যায়বিচার পায়, সেজন্য তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এ্যাসোসিয়েশনের (এসসিবিএ) ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে রাষ্ট্রপতি তাদের এ পরামর্শ দেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন। খবর বাসসর। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে এসসিবিএর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা আরও জানান, এসসিবিএর বর্তমান সদস্য সংখ্যা সাত হাজার। অফিসে স্থান (চেম্বার) সঙ্কটের কারণে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে মারাত্মক সমস্যা মোকাবেলা করছেন। বার নেতৃবৃন্দ এ সমস্যার সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। তারা সুবিধাজনক সময়ে রাষ্ট্রপতিকে এসসিবিএ অফিস পরিদর্শনের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদ আইনজীবীদের সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
×