ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মশক নিধনে এবার কাঁধে মেশিন নিয়ে নামলেন মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: ০৮:০৫, ৮ আগস্ট ২০১৬

মশক নিধনে এবার কাঁধে মেশিন নিয়ে নামলেন মেয়র সাঈদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ এবার মশক নিধনে কাঁধে মেশিন নিয়ে নিজেই নামলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহম্মদ সাঈদ খোকন। রাজধানীবাসীকে মশার কবল থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নিয়েছেন তিনি। রবিবার সকালে রাজধানীর ধানম-ি লেকে সপ্তাহব্যাপী মশক নিধন ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আপনার এলাকায় আমাদের স্প্রেম্যান বা মশক নিধনকর্মী না দেখলে আমাদের হটলাইন ০২-৯৫৫৬০১৪ এ কল করবেন। সঙ্গে সঙ্গেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় মেয়র লারভিসাইড মেশিন কাঁধে নিয়ে পরিত্যক্ত টায়ারে স্প্রে করেন। এরপর কাঁধে তুলে নেন ফগার মেশিনও। নগরবাসীর প্রতি মেয়র আহ্বান জানিয়ে বলেন, এখন বর্ষাকাল। তাই আপনার বাসার ছাদে ফুলের টবে, পরিত্যক্ত টায়ার কিংবা যেকোন খালিপাত্রে পানি জমতে দেবেন না। স্বচ্ছ পানিতে এডিস মশার বংশবিস্তার ঘটে বেশি। তাই সবাই মিলে এডিস মশা প্রতিরোধে সোচ্চার হই। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি.জেনা. ডা. মোঃ সাইদুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর মোঃ কুতুব উদ্দিন বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর মেয়র ডিএসসিসি এলাকায় চলমান সড়ক মেরামত ও উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন। তিনি ধানম-ি রোড নং ৪ এ, ১৫ এ, ১৪ এ এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে রাস্তার ওপর স্তূপীকৃত মাটি ও আবর্জনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এরপর নিউমার্কেট এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি নিউমার্কেট-গাউছিয়া সংযোগকারী ফুটওভারব্রিজ এবং ২নং গেটের পাশে স্থাপিত ফুটওভারব্রিজ ২টিতে ওঠার জন্য এ্যাস্কেলেটর সংযোজনের ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রকৌশলীদের নির্দেশ দেন।
×