ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের নিরাপত্তায় এবার আইন সংস্কার

প্রকাশিত: ০৭:৫৭, ৮ আগস্ট ২০১৬

কূটনীতিকদের নিরাপত্তায় এবার আইন সংস্কার

বাংলানিউজ ॥ কূটনীতিক ও বিদেশীদের নিরাপত্তায় প্রয়োজনে আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দেশ থেকে বিদেশী চলে যাওয়ার খবর সত্য নয় বলেও দাবি করেন তিনি। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। বিদেশী কূটনীতিক ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার এ টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে নিরাপত্তা জোরদারের জন্য বিভিন্ন দূতাবাস থেকে সুপারিশমালা চাওয়া হয়েছে। বাংলাদেশের প্রচলিত আইন ও কিছু ক্ষেত্রে আইনের বাইরেও যে বিধিমালাগুলো থাকে, প্রয়োজন হলে আলাপ-আলোচনা ও পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে তাতে সংশোধনী আনা হবে। টাস্কফোর্স নিরাপত্তা বাড়ানোর জন্য কিছু সুপারিশ করেছে। এ বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।
×