ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সান ইয়াংকে হারিয়ে হর্টনের স্বর্ণ

প্রকাশিত: ০৭:১৪, ৮ আগস্ট ২০১৬

সান ইয়াংকে হারিয়ে হর্টনের স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ গত অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস আর চীনের সান ইয়াং-ই জিততে পেরেছিলেন ব্যক্তিগত ইভেন্টে দুই স্বর্ণ। ৪০০ ও ১৫০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জিতে প্রথম চাইনিজ সাঁতারু হিসেবে অলিম্পিক সাঁতারে স্বর্ণ জয়ের রেকর্ড গড়েন ইয়াং। তবে ২০১৪ সালে ডোপ টেস্টে পজিটিভ হয়ে ৩ মাসের নিষেধাজ্ঞায় পড়ে ছিলেন। সেই ইয়াং এবারও ফেবারিট ছিলেন ৪০০ মিটার ফ্রিস্টাইলে। কিন্তু তাকে এবার রিও অলিম্পিকে হারিয়ে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাক হর্টন। জয়ের পর হর্টন বলেন, ‘ভাল মানুষের জয় হয়েছে।’ আর এ বিষয়টি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। ২০১১ বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপসের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়ে ছিলেন ইয়াং। ধারাবাহিকতা ধরে রেখে লন্ডন অলিম্পিকে প্রথম চাইনিজ সাঁতারু হিসেবে মর্যাদার এ আসরে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান তিনি। দুটি ব্যক্তিগত স্বর্ণ জিতে সাড়া ফেলে দেয়া ইয়াং পরবর্তীতে হয়ে গেছেন ভিলেন। ২০১৪ সালে ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হন ৩ মাসের জন্য। তবে সেখান থেকে ফিরে এবারও ৪০০ মিটার ফ্রিস্টাইলে ছিলেন ফেবারিট। তবে এই ইভেন্টের হিটেই হর্টনের সঙ্গে সম্পর্ক তিক্ত ও উত্তপ্ত হয়ে উঠেছিল। ইয়াং ডোপপাপী, এ কারণে তিনি সৌজন্যমূলক কথা বলে হর্টনকে সম্ভাষণ জানালেও তিনি সেটার উত্তর দেননি। হর্টন বলেন, ‘কোন ড্রাগ প্রতারকের সঙ্গে আমি কথা বলি না।’ ৪০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালে তাই ছিল টানটান উত্তেজনা। লন্ডনে জেতার পাশাপাশি অলিম্পিক রেকর্ড গড়েছিলেন ইয়াং। এবার সেটাও ছুঁতে পারেননি তিনি। ৩ মিনিট ৪১.৬৮ সেকেন্ড সময় নিয়ে জিততে পেরেছেন রৌপ্য। আর হর্টন ৩ মিনিট ৪১.৫৫ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয় করেন হর্টন। ২০০৪ সালে ইয়ান থর্প সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে এ ইভেন্টে অলিম্পিক স্বর্ণ জিতেছিলেন। এবার ২০ বছর বয়সী এ তরুণ জয়ের পর বলেন, ‘ভাল মানুষের জয় হলো। আমি মনে করি না এটা বড় কোন মন্তব্য, কারণ এটা সত্য। আমি মনে করি না একবার যারা ড্রাগ টেস্টে পজিটিভ হয় তাদের আর কখনও জেতা উচিত। আশা করি অন্যরাও আমাকে অনুসরণ করবেন।’ বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন হসজু স্পোর্টস রিপোর্টার ॥ একাধারে সাঁতারের সব ইভেন্টেই দুরন্ত। হাঙ্গেরির পক্ষে যত জাতীয় রেকর্ড তার প্রায় আশি ভাগই তার দখলে। একই সঙ্গে স্বল্পপাল্লা ও দীর্ঘপাল্লার সাঁতারে প্রায় সব ইভেন্টেই দুর্দান্ত সাঁতারু তিনি। এ কারণে নাম হয়ে গেছে লৌহমানবী। কিন্তু হাঙ্গেরির সেই ক্যাটিঙ্কা হসজু আগে তিন অলিম্পিকে অংশ নিয়ে কোন পদক জিততে পারেননি। ২৭ বছর বয়সে এবার রিও ডি জেনিরো অলিম্পিকে এসে সেই খরা কাটালেন তিনি। শুধু তাই নয় ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ পদক জিতেছেন ‘আইরন লেডি’ হসজু। সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়া ডিরাডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে শেষ করে জিততে পেরেছেন রৌপ্য। আর স্পেনের মিরিয়া বেলমন্টে ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। মোহামেডানকে রুখে দিল বিজেএমসি স্পোর্টস রিপোর্টার ॥ আশা জাগিয়েও সমর্থকদের হতাশ করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে টিম বিজেএমসির সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। অথচ অধিনায়ক তৌহিদুল ইসলামের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল মোহামেডান। প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু ম্যাচের ৭২ মিনিটে বিজেএমসিকে সমতায় ফেরান মুকুল। এরপর আর কেউ গোল করতে না পারলে সমতায় থেকে শেষ হয় ম্যাচটি। বিপিএলের চলতি আসরে এটি মোহামেডান এবং টিম বিজেএমসির তৃতীয় ড্র।
×