ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উইলিয়ামসনের অনন্য অর্জন

প্রকাশিত: ০৭:১৪, ৮ আগস্ট ২০১৬

উইলিয়ামসনের অনন্য অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ সবচেয়ে কম ৯১ ইনিংসে সবকটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন কেন উইলিয়ামসন। ১২৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কিউই অধিনায়ক। সঙ্গে টম লাথাম (১৩৬) আর রস টেইলরের (১২৪*) আরও দুটি ম্যারাথন ট্রিপল ফিগারের সৌজন্যে স্বাগতিক জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ নির্ধারনী দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে (৫৮২/৪ ডিক্লে. ১৫০ ওভার) রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। রেকর্ডটা এতদিন ছিল কুমার সাঙ্গাকারার দখলে। ৯ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সেঞ্চুরি পেতে সাবেক লঙ্কান তারকার লেগেছিল ১১৪ ইনিংস। বাকি আট দেশের বিপক্ষে আগেই সেঞ্চুরি পেয়েছিলেন উইলিয়ামসন। বাকি ছিল কেবল জিম্বাবুইয়ে। বড় জয় পাওয়া প্রথম টেস্টে কাছাকাছি গিয়েও হয়নি। আউট হয়েছিলেন ৯১ রান করে। রবিবার ২৬তম জন্মদিনের ঠিক একদিন আগে কিউইদের সময়ের সেরা ব্যাটসমান ঠিকই কীর্তিটা গড়ে ফেললেন। হাঁকালেন ক্যারিয়ারে ১৪তম সেঞ্চুরি, সেটিও আবার ৫০তম টেস্টে! সত্যি দারুণ অর্জনই বলতে হবে। ২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর থেকেই কিউইদের মন কাড়তে শুরু করেন ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। আগমনেই তাকে নিয়ে উচ্চাশা পোষণ করেন মার্টিন ক্রো। প্রয়াত কিংবদন্তির বিশ্বাস, একদিন উইলিয়ামসনই হবেন নিউজিল্যান্ড ইতিহাসের সেরা ব্যাটসম্যান।
×