ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শূটিংয়ে দেশকে ইতিহাস গড়া সাফল্য উপহার দিলেন হোয়াং জুয়ান

ভিয়েতনামের প্রথম স্বর্ণ

প্রকাশিত: ০৭:১৪, ৮ আগস্ট ২০১৬

ভিয়েতনামের  প্রথম স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরু হয়েছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর। শুরু হয়েছে রেকর্ড ভাঙ্গা গড়ার খেলাও। গেমসের পদকের লড়াইয়ের দ্বিতীয় দিনেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে ভিয়েতনাম। দেশটি নিজেদের ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণ জয়ের রেকর্ড গড়েছে। বাংলাদেশ সময় রবিবার সকালে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্টল ইভেন্টে স্বর্ণপদক জয় করেন ভিয়েতনামের শূটার হোয়াং জুয়ান। ফাইনাল রাউন্ডে ২০২.৫ পয়েন্ট নিয়ে স্বাগতিক ব্রাজিলের ফেলিপে উকে (২০২.১) পেছনে ফেলেন তিনি। তারা দু’জনই সামরিক বাহিনীর সদস্য। শেষ শটের আগের শটে এগিয়ে গিয়েছিলেন ফেলিপে। কিন্তু স্নায়ুর চাপ ধরে রেখে চূড়ান্ত শটে সোনা ছিনিয়ে নেন ৪১ বছর বয়সী হোয়াং জুয়ান। এই ইভেন্টে ব্রোঞ্জপদক জয় করেছেন চীনা শূটার পাং ওয়েই। ২০০৮ বেজিং অলিম্পিকে তিনি স্বর্ণ পদক জয় করেছিলেন। অলিম্পিকের ইতিহাসে এটাই ভিয়েতনামের প্রথম স্বর্ণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, এর আগে অলিম্পিকে ভিয়েতনামের সর্বোচ্চ সাফল্য ছিল দুটি রৌপ্য পদক। এবার সেই সাফল্য টপকে প্রথম সোনা জিতেছে দেশটি। জুয়ান লন্ডন অলিম্পিকে এই ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছিলেন। ইতিহাস গড়ার পর জুয়ানকে নিয়ে ভিয়েতনামে চলছে প্রশংসার স্রোত। দেশটির আপামর জনসাধারণ তাকে জাতীয় বীর আখ্যা দিচ্ছে। প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্না সামলাতে পারেননি ১৯৭৪ সালে জন্ম নেয়া জুয়ান। তিনি বলেন, এই অনুভূতি বলে বোঝানোর নয়। এতদিন আমরা অলিম্পিকে খেলছি অথচ কোন সোনা জিততে পারিনি। আমি সেটা করতে পারলাম। এই ভাল লাগা বোঝানোর নয়। দেশের পতাকা তুলে ধরতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। এটা নিয়ে অলিম্পিকে মোট তিন পদক জিতল ভিয়েতনাম। দেশটি বিশ্বের সর্বোচ্চ আসরে প্রথম পদক জিতেছিল ২০০০ সালের সিডনি অলিম্পিকে। সেবার তায়োকান্ডোতে রৌপ্যপদক জিতেছিলেন ট্রান হেউ নাগান। দেশটির পরের পদক আসে ২০০৮ বেজিং অলিম্পিকে। সেবার ভারোত্তোলনে রৌপ্যপদক জিতেছিলেন হোয়াং আন। ২০১২ লন্ডন অলিম্পিকে কোন পদক জিততে পারেনি তারা। এবার রিও অলিম্পিকে দেশকে প্রথমবারের মতো সোনা উপহার দিলেন জুয়ান। মজার বিষয়ে হচ্ছে, ২০০০ সিডনি অলিম্পিক থেকে একটি গেমস অন্তর অন্তর পদক জিতছে ভিয়েতনাম। ২০০০ সালে জয়ের পর ২০০৪ এথেন্স অলিম্পিকে পদক পায়নি তারা। এরপর ২০০৮ অলিম্পিকে পদক জয় করে তারা। এরপর ২০১২ অলিম্পিকে আবারও পদকবঞ্চিত। এবার আবারও ধরা দিল পদক। সেটা আবার ইতিহাস গড়া প্রথম স্বর্ণ। তাহলে কি এবার আরও চমক দিতে চলেছে ভিয়েতনামের এ্যাথলেটরা?
×