ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড আসবে বিশ্বাস হ্যালসেলের

প্রকাশিত: ০৭:১৪, ৮ আগস্ট ২০১৬

ইংল্যান্ড আসবে বিশ্বাস হ্যালসেলের

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকায় এসে ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে পড়েছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। এসেছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়নও, রবিবার রাতেই আসার কথা প্রধান কোচ চন্দ্রিকা হাতুরুসিংহের। বাংলাদেশের ক্রিকেটে আকাশে এ সবই আলোর রেখা। অনিশ্চয়তা কেটে গিয়ে ইংল্যান্ড সময় মতো সফরে আসবে, আশার ভিতটা ক্রমশ শক্ত হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের সব প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। রবিবার সকালে সফরকারী দলের অবস্থান, নিরাপত্তাসহ সব বিষয় নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে আন্তঃমন্ত্রণালয়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইংলিশ ক্রিকেটারদের জন্য সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মিরপুরে ট্রেনিং সেশনে এক প্রশ্নের জবাবে ফিল্ডিং কোচ বলেন, ‘নিরাপত্তার বিষয়টি বিসিবি ও বাংলাদেশ সরকারের হাতে। তবে আমার বিশ্বাস ইংল্যান্ড সময় মতোই আসবে। এখন পৃথিবীর অনেকে দেশেই তো একই অবস্থা। তাই তাদের সব জায়গায় গিয়ে খেলা উচিত। বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই ভাল। তারা এখানে অনুর্ধ ১৯ বিশ্বকাপ খেলে গেছে।’ তবে নিরাপত্তাকে গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করে সরকার ও প্রশাসনের অধিক সতর্ক থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জিম্বাবুইয়ান বংশোদ্ভূত হ্যালসেল ইংলিশ নাগরিক বলে তার কথার মূল্য কম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতি খুব একটা সমস্য হবে না বলেও মনে করেন তিনি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে অক্টোবরের শুরুতে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। ৭ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু মাঠের লড়াই। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তরাঁয় সন্ত্রাসী হামলার পর জটিলতা তৈরি হয়। ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দলটির ওয়ানডে-টি২০ অধিনায়ক ইয়ন মরগান নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তার আগে গত বছর থেকেই একাধিক বিদেশী নাগরিক হত্যার প্রেক্ষাপটে সফর স্থগিত করে দেয় অস্ট্রেলিয়া। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের বিষয়টা এখন আর কেবল ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। সবকিছু ঠিকঠাক এগিয়ে নিতে আন্তঃমন্ত্রণালয়ের কালকের সভা। যেখানে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী, ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (রাজনৈতিক) আহ্বায়ক করে একটি বিশেষ নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তায় এক চুল ঘাটতি রাখবে না প্রশাসন। হাতুরুসিংহের পর এরই মধ্যে হ্যালসেল আর ভিল্লাভারায়নকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেয়া হয়েছে।
×