ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডোপ পাপে জর্জরিত দেশটির হয়ে প্রথম স্বর্ণপদক আনলেন মুদ্রানভ

জুডোয় স্বর্ণ দিয়ে শুরু রাশিয়ার

প্রকাশিত: ০৭:১২, ৮ আগস্ট ২০১৬

জুডোয় স্বর্ণ দিয়ে  শুরু রাশিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ নিষিদ্ধ ড্রাগের করাল থাবায় এবার জর্জরিত হয়ে পড়েছিল রাশিয়া। এবার অলিম্পিকে এমনকি ১১৮ ক্রীড়াবিদ ডোপ পাপের জন্য অংশই নিতে পারছেন না। তাই পুরোশক্তি নিয়ে রিও অলিম্পিকে অংশ নিতে পারছে না রাশিয়া। কিন্তু সেই বিষাদগ্রস্ত রাশিয়ার ক্রীড়া জগতকে বড় একটি আনন্দের প্রথম উপলক্ষ্য দিয়েছেন বেসলান মুদ্রানভ। পুরুষদের ৬০ কেজি শ্রেণীর জুডোতে চ্যাম্পিয়ন হয়ে রিও অলিম্পিকে রাশিয়াকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছেন তিনি। এবার রাশিয়া ৩৮৯ সদস্যের অলিম্পিক দল ঘোষণা করেছিল। এবার সংখ্যাটা কিছু কম থাকার কারণ ট্র্যাক এ্যান্ড ফিল্ড এ্যাথলেটরা আগেই নিষিদ্ধ হয়েছেন রিও অলিম্পিক থেকে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক হারে নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের পরিমাণ ক্রীড়াবিদদের মাঝে ছড়িয়ে পড়ার কারণে ওই সিদ্ধান্ত দেয় এ্যাথলেটিক্স ফেডারেশন্সের আন্তর্জাতিক সংস্থা (আইএএএফ) এবং পরবর্তীতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) সেটা সমর্থন করে। ঘোষিত দল নিয়েও রিও অলিম্পিকে আসতে পারেনি দেশটি। কারণ অলিম্পিক শুরুর মাত্র দুই সপ্তাহ আগে কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেনের একটি তদন্ত রিপোর্টে ২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিক এবং অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টেও রাশিয়ার ক্রীড়াবিদদের বিরুদ্ধে ড্রাগ গ্রহণের বিরাট প্রমাণ উপস্থাপন করা হয়। এরপর বিশ্বব্যাপীই দাবি উঠেছিল এবার রিও অলিম্পিক থেকে রাশিয়াকে পুরোপুরি নিষিদ্ধের। সেটা না করে আইওসি প্রতিটি ক্রীড়ার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব দিয়েছিল রাশিয়ার ক্রীড়াবিদদের মধ্যে পরিশুদ্ধি অভিযান পরিচালনার। এই ধাক্কায় ১১৮ জন নিষিদ্ধ হন। তবে এর মধ্যে ১৮ জনই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেন। সেটা ক্রীড়া সালিশ-নিষ্পত্তি আদালত রায়ে বিলম্ব করায় একটি বিশেষ পর্যালোচনা কমিটির মাধ্যমে ২৭১ রাশিয়ানকে এবার অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ দিয়েছে আইওসি। আর রাশিয়া যে মর্যাদার অলিম্পিক ক্রীড়াযজ্ঞে অনেক বড় দল সেটার প্রমাণ তারা দ্বিতীয় দিনেই দিয়েছে। প্রায় প্রতি অলিম্পিকেই শ্রেষ্ঠত্ব নিয়ে শেষ করে যুক্তরাষ্ট্র। তবে তাদের এই সেরা হওয়ার পথে অন্যতম প্রতিদ্বন্দ্বী দল রাশিয়া। গত অলিম্পিকেও দ্বিতীয় হয়েছে তারা। এবার নানাবিধ সমস্যা, জটিলতা আর বিপত্তি পেরিয়ে ক্ষণভঙ্গুর একটি দল নিয়ে আসলেও রাশিয়ার বাকি সব ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার মতো সাফল্য উপহার দিলেন ৩০ বছর বয়সী মুদ্রানভ।
×