ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারোত্তোলনে থাইল্যান্ডকে স্বর্ণ জেতালেন টানাসান

প্রকাশিত: ০৭:১১, ৮ আগস্ট ২০১৬

ভারোত্তোলনে থাইল্যান্ডকে স্বর্ণ জেতালেন টানাসান

স্পোর্টস রিপোর্টার ॥ রিও অলিম্পিক থেকে থাইল্যান্ডকে প্রথম স্বর্ণপদক উপহার দিলেন সোপিতা টানাসান। শনিবার টুর্নামেন্ট শুরুর প্রথমদিনেই ভারোত্তোলনের ৪৮ কেজিতে স্বর্ণপদক জিতেন তিনি। এই ইভেন্টে থাইল্যান্ডের চতুর্থ প্রমীলা খেলোয়াড় হিসেবে অলিম্পিকের সবচেয়ে মর্যাদার স্বর্ণ পদক জেতালেন সোপিতা টানাসান। ২১ বছর বয়সী এই এ্যাথলেটের এটাই প্রথম অলিম্পিক। আর ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিকে প্রথমবার অংশ নিয়েই নিজেকে দারুণভাবে মেলে ধরলেন তিনি। ভারোত্তোলনের ৪৮ কেজিতে স্বর্ণ জিততে টানাসান পেছনে ফেলেছেন ইন্দোনেশিয়ার শ্রী ওয়াওনি অগাস্টিয়ানি এবং জাপানের হিরোমি মায়াকিকে। এই ইভেন্টে দ্বিতীয় হয়ে অগাস্টিয়ানি রৌপ্য এবং ব্রোঞ্জ জিতেছেন হিরোমি মিয়াকি। রিও অলিম্পিকে ভারোত্তোলনের ৪৮ কেজিতে সবচেয়ে ফেবারিট প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হোও ঝি ঝিহুই। কিন্তু দুর্ভাগ্য তার। হাঁটুর ইনজুরির কারণে শেষ পর্যন্ত রিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তার বদলি হিসেবে অলিম্পিকে জায়গা পান ম্যাং সুপিং। যিনি ৭৫ কেজি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুধু হোও ঝি ঝিহুই নন, ৪৮ কেজিতে সোপিতার শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন ভিয়েতনামের থি হুয়েন ভুয়োংও। কিন্তু রিও অলিম্পিকের জন্য নিবন্ধন করতেই ব্যর্থ হন তিনি। রিওসেন্ট্রো এ্যারেনায় ৪৮ কেজি ভারোত্তোলনে পঞ্চম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন কাজাখস্তানের মার্গারিটা ইয়েলিসিয়েভা। কিন্তু গ্যালারি থেকে দর্শকদের ব্যাপক সমর্থন পান তিনি। গত জুনে কাজাখস্তানকে ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে দাবি জানিয়েছিল আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশন। কাজাখস্তানের সঙ্গে বেলারুশকেও নিষিদ্ধের দাবি জানিয়েছিল সংগঠনটি। মূলত ডোপ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার সন্দেহেই এমনটি চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এ সব প্রতিকূলতা দূর করেই অলিম্পিকে খেলার টিকেট নিশ্চিত করে নেয় কাজাখস্তানের মার্গারিটা ইয়েলিসিয়েভা।
×