ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৫৪ প্রতিষ্ঠানকে জরিমানা কমিশনের বিরুদ্ধে ৩৪ মামলা

প্রকাশিত: ০৬:০১, ৮ আগস্ট ২০১৬

৫৪ প্রতিষ্ঠানকে জরিমানা কমিশনের বিরুদ্ধে  ৩৪ মামলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নানা অনিয়মে মোট ৫৪ প্রতিষ্ঠানকে জরিমানা ও ৭৭ প্রতিষ্ঠানকে সতর্ক করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০১৪-১৫ অর্থবছরে এ জরিমানা ও সতর্ক করা হয়। বিএসইসি’র সর্বশেষ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪-১৫ অর্থবছরে মোট ১৩১টি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ইস্যুয়ার কোম্পানি, নিরীক্ষা ফার্ম, স্টক ব্রোকার/স্টক ডিলার, মার্চেন্ট ব্যাংকার, ইস্যু ম্যানেজার, সম্পদ ব্যবস্থাপক, ট্রাস্টি, হেফাজতকারী ও অন্যান্য। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা ও সতর্ক করা হয়েছে স্টক ব্রোকার/স্টক ডিলারদের। জরিমানা করা হয়েছে ১৯টি প্রতিষ্ঠানকে ও সতর্ক করা হয়েছে ৫০টি প্রতিষ্ঠানকে। জরিমানা ও সতর্কীকরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইস্যুয়ার কোম্পানি। ১৮টি ইস্যুয়ার কোম্পানিকে জরিমানা ও ১৩টিকে সতর্ক করা হয়। এদিকে জরিমানায় ও সতর্ক তৃতীয় অবস্থানে রয়েছে মার্চেন্ট ব্যাংকার। ৬টি মার্চেন্ট ব্যাংককে জরিমানা ও ৫টিকে সতর্ক করা হয়। অন্যদিকে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের করেছে। বিএসইসি ২০১৪-১৫ অর্থবছরে এ মামলা দায়ের করেছে। সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে জরিমানাকৃত টাকা আদায়ে পিডিআর এ্যাক্ট, ১৯১৩-এর অধীনে ৩৪টি সার্টিফিকেট মামলা দায়ের করে বিএসইসি। বিএসইসি’র দায়ের করা ৩৪টি মামলার মধ্যে ২২টিতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে। এছাড়া ১টি নিষ্পত্তি, ৭টিতে সমন জারি ও ৪টি স্থগিত করা হয়েছে। এর বিপরীতে বিএসইসির বিরুদ্ধে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এ মামলা দায়ের করেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ মামলা দায়ের করা হয়। বিএসইসি’র বিরুদ্ধে মামলা দায়ের করার অন্যতম কারণ হিসেবে রয়েছে জরিমানার আদেশকে চ্যালেঞ্জ করা। এছাড়া সিকিউরিটিজ সংক্রান্ত আইন অন্যতম। জরিমানার আদেশকে চ্যালেঞ্জ, সিকিউরিটিজ সংক্রান্ত আইন ও অন্যান্য কারণে উচ্চ আদালতে ২৫টি রিট করা হয়েছে। এছাড়া ৯টি কোম্পানি ম্যাটার দায়ের করেছে।
×