ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে জাহিন স্পিনিংয়ের বেশি লেনদেন

প্রকাশিত: ০৬:০১, ৮ আগস্ট ২০১৬

ব্লক মার্কেটে জাহিন স্পিনিংয়ের বেশি  লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে জাহিন স্পিনিং লিমিটেড। এই কোম্পানি ৪ লাখ ২৮ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৭৭ লাখ ৪৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রবিবার ব্লক মার্কেটে মোট ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৭ লাখ ১৮ হাজার ৮৩৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ২৪ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানি ১ লাখ ৭৫ হাজার শেয়ার ৩৮ লাখ ১৫ হাজার টাকায় লেনদেন করেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং ১ লাখ শেয়ার ১৭ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন করেছে। ব্লকে লেনদেন করা বিএটিবিসি ১০ হাজার ৮৩৩টি ও যমুনা অয়েল ৫ হাজার শেয়ার লেনদেন করেছে।
×