ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ প্রকল্প পরিদর্শনে সংসদীয় কমিটি

প্রকাশিত: ০৬:০০, ৮ আগস্ট ২০১৬

ইস্টার্ন রিফাইনারির  ইউনিট-২ প্রকল্প পরিদর্শনে  সংসদীয় কমিটি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্যরা। রবিবার তারা পতেঙ্গায় অবস্থিত রিফাইনারিতে যান এবং অগ্রগতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি, এমএ লতিফ এমপি, বিপিসির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দায়িত্বশীল কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংসদীয় কমিটির দুই সদস্য ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে কর্মকর্তা ও প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টদের কাছ থেকে অবহিত হন। তারা আগামী জানুয়ারি নাগাদ প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হবে বলে প্রত্যাশা রাখেন।
×