ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হোশি কোনিও হত্যা চার জেএমবি জঙ্গীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৩৪, ৮ আগস্ট ২০১৬

হোশি কোনিও হত্যা চার জেএমবি জঙ্গীর বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা

সংবাদদাতা, রংপুর, ৭ আগস্ট ॥ জাপানী নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় আট জেএমবি জঙ্গীর মধ্যে পলাতক চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার দুপুরে রংপুরের কাউনিয়া আমলি আদালতের বিচারক আরিফুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবসহ এ মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পাঁচজনকে অব্যাহতি দেয়া হয়েছে। চার্জশীটে জেএমবি জঙ্গী মাসুদ রানা, ইসাহাক আলী, আবু সাইদ ও লিটন মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। অপর চার জেএমবি জঙ্গী নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারীকে পলাতক দেখানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুরের কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী চার্জশীট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১৫ সালের ৩ অক্টোবর কাউনিয়ার আলুটারী গ্রামে দুর্বৃত্তরা গুলি করে জাপানী নাগরিক হোশি কোনিওকে হত্যা করে। এ ঘটনার পর জঙ্গী সংগঠন আইএস এর দায় স্বীকার করলেও সরকার আইএসের দাবি প্রত্যাখ্যান করে।
×