ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

একসঙ্গে পাঁচ সন্তান প্রসব, বেঁচে আছে দু’কন্যা

প্রকাশিত: ০৫:৩৩, ৮ আগস্ট ২০১৬

একসঙ্গে পাঁচ সন্তান প্রসব, বেঁচে আছে দু’কন্যা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ আগস্ট ॥ জেলার বড়াইগ্রামে এক মা কিছু সময়ের ব্যবধানে একে একে ৫ সন্তানের জন্ম দিয়েছে। তার নাম লিপি বেগম (২৪)। শনিবার রাত ৮টার দিকে উপজেলার একটি ক্লিনিকে পরপর ৫ সন্তান জন্ম দেন তিনি। প্রথমদিকে প্রসবকৃত দুই কন্যা সন্তান ও তাদের মা উভয়েই সুস্থ আছেন। তবে, পরে জন্ম নেয়া তিন শিশু মারা গেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ডাঃ মঞ্জুরুল জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় কিèনিকে উপজেলার নগর গ্রামের বাকের ম-লের গর্ভবতী স্ত্রী লিপি বেগমকে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে স্বাভাবিকভাবে লিপির প্রসব করানো হয়। এ সময় মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পরপর ৫ সন্তানের জন্ম দেয় লিপি। প্রথম দুই কন্যা সন্তান সুস্থ থাকলেও পরের তিনটি শিশুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। পরবর্তীতে জন্ম নেয়া শিশুদের মধ্যে একটি ছেলে সন্তান। বাকি দুজনের লিঙ্গ নির্ধারন করা যায়নি। বাকের ম-ল জানান, তার স্ত্রীর গর্ভে যে পাঁচ পাঁচটি সন্তান ছিল তা তিনি কল্পনাই করতে পারেননি। তবে, দুই কন্যা সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় অনেক খুশি তিনি। জীবিত দুই কন্যার নাম রাখা হয়েছে বৃষ্টি ও লায়লা।
×