ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৌরসভা নির্বাচন চারটিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপি জয়ী

প্রকাশিত: ০৫:৩২, ৮ আগস্ট ২০১৬

পৌরসভা নির্বাচন  চারটিতে আওয়ামী  লীগ, একটিতে  বিএনপি জয়ী

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের ৯ পৌরসভায় রবিবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, একটিতে বিএনপি, তিনটিতে স্বতন্ত্র ও একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। রংপুর ॥ পীরগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজিমুল ইসলাম শামীম। টাঙ্গাইল ॥ ঘাটাইল পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান খান ভিপি শহীদ। গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল ওহাব খলিফা। পাবনা ॥ বেড়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আবদুল বাতেন। নীলফামারী ॥ ডোমার পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু। নড়াইল ॥ লোহাগড়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম। দিনাজপুর ॥ ঘোড়াঘাট পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আবদুস সাত্তার মিলন। বগুড়া ॥ সোনাতলা পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু। শরীয়তপুর ॥ নড়িয়া পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহীদুল ইসলাম বাবু রাঢ়ি।
×