ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এখনও রোগ ধরা পড়েনি বায়েজিদের ॥ চিকিৎসায় ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড

প্রকাশিত: ০৫:৩২, ৮ আগস্ট ২০১৬

এখনও রোগ ধরা পড়েনি বায়েজিদের ॥ চিকিৎসায় ৮ সদস্যের  মেডিক্যাল বোর্ড

স্টাফ রিপোর্টার ॥ মাত্র চার বছর বয়সে বার্ধক্যে নুয়ে পড়া মাগুরার শিশু বায়েজিদ সিকদারের জন্য আট সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বার্ন ইউনিটের পরিচালক ডাঃ আবুল কালাম আজাদকে প্রধান করে এই বোর্ড গঠন করা হয়েছে। রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জন ইউনিটের সমন্বয়কারী চিকিৎসক ডাঃ সামন্ত লাল সেন এ তথ্য জানিয়ে বলেন, মেডিক্যাল বোর্ডে বার্ন ইউনিট ও শিশু সার্জারিসহ অন্য বিভাগও রয়েছে। সবার সমন্বয়ে শিশুটির চিকিৎসা করা হবে। ডাঃ সামন্ত লাল সেন জানান, বায়েজিদ কি রোগে আক্রান্ত তা এখনও সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি জানান, বায়েজিদের ২১টি পরীক্ষা করা হবে। ১৫ দিন পর রিপোর্ট পাওয়া যাবে। এর পরে এই রোগ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বায়েজিদকে বার্ন ইউনিটের ৬০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। এখানে তার সঙ্গে বাবা-মা ও তার নানা রয়েছেন। এর আগে শনিবার মাগুরার চার বছরের শিশু বায়েজিদ সিকদারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটের প্রধান প্রফেসর আবদুল কালাম আজাদ জানান, শিশু বায়েজিদের শারীরিক গঠন দেখে অনেকে ধারণা করবে তার বয়স অনেক বেশি। কিন্তু তার বয়স মাত্র চার বছর। এরই মধ্যে সে বৃদ্ধ শিশু হিসেবে পরিচিতি পেয়েছে। জানা গেছে, মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের লাভলু সিকদারের ছেলে বায়েজিদের জন্ম ২০১২ সালের ১৪ মে। তার মা তৃপ্তি খাতুন। লাভলু জানান, বায়েজিদের বয়স চার বছরের কিছু বেশি। ডাক্তারদের ধারণা, অত্যন্ত বিরল জটিল কোন জেনেটিক রোগে আক্রান্ত বায়েজিদ। চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় প্রোজেরিয়া বা ‘হাচিনসন-গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোম’। পৃথিবীতে এ রোগে আক্রান্ত শতাধিক শিশু রয়েছে।
×