ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাসের ধাক্কায় ঠিকাদার নিহত, ফেন্সিসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ০৩:৫৯, ৮ আগস্ট ২০১৬

রাজধানীতে বাসের ধাক্কায় ঠিকাদার নিহত,  ফেন্সিসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এদিকে গাবতলীতে প্রাইভেটকারের ভেতর থেকে ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে বিআরটিসি বাসের ধাক্কায় শামছুল আলম (৬০) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহত শামছুল আলম গণপূর্ত ভবনে লিফটের ঠিকাদার ছিলেন। গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জে। তিনি রাজধানীর মালিবাগ মিলেনিয়াম স্কুল গলির একটি বাসায় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। নিহত শামছুল আলমের ঘনিষ্ঠ গৌতম বণিক জানান, রবিবার দুপুর ১২টার দিকে মতিঝিল শাপলা চত্বরে রাস্তা পার হচ্ছিলেন শামছুল আলম। এ সময় বিআরটিসির একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাবুল মিয়া জানান, শামছুল আলমের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। বিকেলে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য উদ্ধার ॥ রাজধানীর গাবতলীতে প্রাইভেটকারের ভেতর থেকে ১ হাজার ৯০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে ট্রাফিক পুলিশ এবং দারুসসালাম থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালিয়ে ওই প্রাইভেটকারে অভিযান চালিয়ে ফেনসিডিল ও এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। দারুসসালামের ট্রাফিকের সহকারী কমিশনার খাইরুল আলম জানান, দুপুর ১২টায় একটি প্রাইভেটকারে দুই যুবক শাহবাগ থেকে গাবতলীর দিকে যাচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই প্রাইভেটকারটি গাবতলীর খালেদ বাস কাউন্টারের সামনে থামানো হয়। এ সময় গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ওই ফেনসিডিল জব্দ করা হয়। চালক আগেই পালিয়ে যান। তবে শফিকুল ইসলামকে আটক করা হয়। প্রাইভেটকার, ফেনসিডিল ও শফিকুলকে দারুসসালাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের দারুসসালাম জোনের সহকারী কমিশনার সৈয়দ মোস্তফা মামুন বলেন, শফিকুল নিয়মিত ফেনসিডিলের চালান সীমান্ত এলাকা থেকে রাজধানীতে নিয়ে আসে। এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই প্রতারক গ্রেফতার ॥ এদিকে পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মিজানুর রহমান (৩৬) ও শাহিন হোসেন (২৯)। রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের ওই দুই সদস্যকে আটক করা হয়েছে।
×