ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জঙ্গী প্রতিরোধে চট্টগ্রামে বেড়েছে নজরদারি

চবির ৬ ছাত্র শনাক্ত

প্রকাশিত: ০৩:৫৭, ৮ আগস্ট ২০১৬

চবির ৬ ছাত্র শনাক্ত

আহমেদ হুমায়ুন, চট্টগ্রাম অফিস ॥ রাজধানীর হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলাসহ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় জঙ্গী হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত থাকার ঘটনায় নড়েচড়ে বসেছে চট্টগ্রামের সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জঙ্গীবাদ রোধে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়িয়েছে প্রশাসন। প্রায় সব বিশ্ববিদ্যালয়ে গঠন করা হয়েছে ‘জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধ সেল’। বিপথগামিতা রোধে প্রতিদিন তদারকি করা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা। ইউজিসির নির্দেশনার পর বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব উদ্যোগে এসব পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জঙ্গী কর্মকা-ের সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্রকে এরই মধ্যে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোঁজ নেয়া হচ্ছে অনুপস্থিত অন্য শিক্ষার্থীদের ব্যাপারেও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য আর ইউজিসির নির্দেশনার পর নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৮ জুলাই তারা জঙ্গীবাদ রোধে ‘জঙ্গী ও সন্ত্রাস প্রতিরোধ সেল’ গঠন করে। নিয়মিত অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করে যাচ্ছেন তারা। এ ধারাবাহিকতায় শুক্রবার নিখোঁজ সাত শিক্ষার্থীর তালিকা পুলিশকে প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা জানান, জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি সেল গঠন করেছি। যদি জঙ্গী সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে, সেক্ষেত্রে ত্বড়িত ব্যবস্থা গ্রহণের জন্যই প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এ কমিটি জঙ্গী সম্পৃক্ততা ও শিক্ষক-শিক্ষার্থীদের কর্মকা- নিয়ে সার্বিক পরিস্থিতি সবসময় পর্যবেক্ষণে রাখছে। নগরীর জামালখানের চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সরকার কামরুল আমিন জানান, আগে থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের মনিটরিংয়ে রাখতাম। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা সংঘটিত হওয়ার পর আমরা আমাদের মনিটরিং ব্যবস্থা জোরদার করেছি।
×