ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা দখলমুক্ত করার দাবি

প্রকাশিত: ০৩:৫৭, ৮ আগস্ট ২০১৬

প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা দখলমুক্ত করার দাবি

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ আগস্ট ॥ বাংলা সাহিত্যের অন্যতম গদ্যকার প্রমথ চৌধুরীর ১৪৮তম জন্মবার্ষিকী উদযাপনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, একটি প্রভাবশালীমহল দীর্ঘদিন প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস দখল করে বসবাস করলেও অজ্ঞাতকারণে প্রশাসন তাদের উচ্ছেদ করছে না। এ নিয়ে প্রশাসনের সঙ্গে বারবার দেখা করলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। বাংলা গদ্য সাহিত্যের রূপকার প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ আয়োজিত জন্মবার্ষিকীর আলোচনায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। রবিবার চাটমোহর অনাবিল পত্রিকা কার্যালয়ে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ এ জন্মবার্ষিকী পালনের আয়োজন করে। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ইকবাল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাংবাদিক জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট আব্দুল মমিন, ইশারত আলী, অশোক আচার্য, তাপস রঞ্জন তলাপাত্র প্রমুখ। প্রমথ চৌধুরীর নামে পাবনাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তেল নুন লাকড়ী, বীর বলের হালখাতা, রায়তের কথা, চারইয়ারী কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, পদচারণ, নানাচর্চা, সনেট পঞ্চাশৎসহ অনেক গ্রন্থ প্রণেতা প্রমথ চৌধুরী ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ছিল পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তার পূর্বপুরুষ ছিলেন বরেন্দ্র এলাকার ব্রাহ্মণ জমিদার।
×