ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সমাবেশ-মানববন্ধন

সন্ত্রাস ও মদদদাতাদের প্রতিরোধের ডাক

প্রকাশিত: ০৩:৫৬, ৮ আগস্ট ২০১৬

সন্ত্রাস ও মদদদাতাদের প্রতিরোধের ডাক

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাসী হামলা চালিয়ে যারা মানুষ হত্যা করছে তারা ইসলাম ও মানবতার শত্রু। এসব সন্ত্রাসী ও মদদদাতাদের প্রতিরোধ করতে রবিবারও সমাবেশ, মানববন্ধন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লা ॥ যারা গুলশান ও শোলাকিয়ায় হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। এসব সন্ত্রাসী তাদের মদদদাতাদের প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। মন্ত্রী রবিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা সদরে জঙ্গীবাদ, সন্ত্রাস ও নাশকতাবিরোধী এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী মজিবুল হক এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাছানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান। ঠাকুরগাঁও ॥ রবিবার ৪টি সংগঠন পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সকাল ১০টায় শহরের চৌরাস্তা মোড়ে জেলা মহিলালীগ ও জাতীয় মহিলা সংস্থা, ১১টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) ও দুপুর ১২টায় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি ঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করে। এতে প্রতিটি সংগঠনের নেতাকর্মী, ছাত্র-শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিককর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। হবিগঞ্জ ॥ রবিবার দুপুরে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল ছাত্র-শিক্ষক, অভিভাবক সমাবেশের আয়োজন করে সদর মডেল থানা। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ বদিরুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এমপি আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট র‌্যাঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিপিএম, ডিসি সাবিনা আলম, এসপি জয়দেব কুমার ভদ্র, জেলা সন্ত্রাস-জঙ্গীবাদবিরোধী কমিটির সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী, সেক্রেটারি আলমগীর চৌধুরী, এডিশনাল এসপি মোঃ শামস্, এসপি সাজিদুর রহমান, সদর থানা ওসি ইয়াসিন খাঁ প্রমুখ। বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিয়ার নেতৃত্বে ইউপি কার্যালয়ের সামনের সড়কে রবিবার বিকেলে জঙ্গী ও সন্ত্রাসবিরোধী বিশাল সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিকে বাগেরহাট পৌর কাউন্সিলর বাকী তালুকদারের সভাপতিত্বে ৬নং ওয়ার্ডে বিশাল সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোজাম্মেল হোসেন এমপি। আরও বক্তব্য দেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, মুক্তিযোদ্ধা কাজী মুকিত ঝন্টু, সরদার সেলিম আহম্মেদ, শেখ বশিরুল ইসলাম, ইবনে মিজান হিরু, শুকুমার রায় আশিষ প্রমুখ। পাবনা ॥ আব্দুল হামিদ রোডে রবিবার ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান নাদিরা ইয়াসমীন জলির নেতৃত্বে জাতীয় মহিলা সংস্থা পাবনা কমিটির সদস্য শামীমা ইয়াসমীন শিরিন, লায়লা শামীম আরা শিখা, ক্যাটারিং কর্মসূচীর সদস্য নীহার আফরোজ জলি, জেলা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম আশরাফী, মাঠ সমন্বয়কারী শরিফুল ইসলাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, মহিলা পরিষদের সম্পাদিকা কামরুন্নাহার জলি,কাউন্সিলার লাইলি বেগম ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। অন্যদিকে একই দিন পাবনা সদর উপজেলা জাতীয় শ্রমিকলীগ জঙ্গীবাদবিরোধী ঘণ্টাব্যাপী মানববন্ধন ও পথসভা করেছে। ঝালকাঠি ॥ রবিবার ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সরকারী বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা স্ব-স্ব বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। ঝালকাঠি সরকারী হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহা, সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন, তৌহিদ হোসেন খান, এ.এম মাসুম বিল্লাহ এবং ছাত্রীদের মধ্যে স্বপ্নিল ও জান্নাত বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ ॥ শহর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক খালদে হাসান, নারায়ণগঞ্জ শহর যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, নগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ। খাগড়াছড়ি ॥ রবিবার সকালে শহরের শাপলা চত্বরে জাতীয় মহিলা সংস্থা ও মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দেশের বিভিন্ন জায়গায় জিম্মি ও হত্যাকা-ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী জেলা কমিটির সদস্য সচিব শানে আলম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাঞো চৌধুরী প্রমুখ অংশগ্রহণ করে। এরপর সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব এলাকায় খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় ॥ জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে পঞ্চগড় বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণ অংশ নেয়। এ সময় জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় জেলা শাখার চেয়ারম্যান রেজিয়া ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। রাজবাড়ী ॥ রাজবাড়ী জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গীবাদ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মহিলা সংস্থা সভানেত্রী তানিয়া সুলতানা কনকন, জেলা আওয়ামী লীগ নেতা ফকির আব্দুল জব্বার, হেদায়েত হেসেন সোহরাফ, অসীম কুমার পাল, সমাজকর্মী লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন। গোপালগঞ্জ ॥ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে হেযবুত তওহীদসহ বিভিন্ন সংগঠন। রবিবার বেলা সাড়ে ১২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে হেযবুত তওহীদের ব্যানারে শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা আমির তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ হেযবুত তওহীদের আমির মশিউর রহমান, দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক এসএম সামশুল হুদা, বিভাগীয় আমির ডাঃ মাহফুজুর রহমান মাহফুজ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ, মোহম্মাদ আলী প্রমুখ। শেরপুর ॥ মানববন্ধন করেছে জেলা জাতীয় মহিলা সংস্থা। রবিবার ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল। নাটোর ॥ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন জেলা প্রশাসক খলিলুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বিপ্লব। বক্তব্য রাখেন সংস্থার জেলা শাখার চেয়ারম্যান নাসিমা বানু লেখা, মহিলা পরিষদের সভানেত্রী দিলারা বেগম পারুল, সাধারণ সম্পাদিকা শ্যামা বসাকসহ মহিলা নেতৃবৃন্দ। গাজীপুর ॥ গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক। গফরগাঁও ॥ রবিবার সকালে সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয় গফরগাঁও ফেডারেশন মাঠে। জানা যায়, উপজেলার পৌরসভাসহ ১৫টি ইউনিয়ন থেকে ওলামা সমিতির ইমাম আলেমগণ সকাল ৯টা থেকে গফরগাঁও ফেডারেশন মাঠে উপস্থিত হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে আলেম ওলামা সমিতির উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে হাফেজ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ ওলামা সমিতির সহসভাপতি মাওলানা হাদিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা সালমানী, হাফেজ মাওলানা মনিরুজ্জামান প্রমুখ। বরগুনা ॥ মাদ্রাসা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অধ্যক্ষ মুহাঃ মামুন-অর-রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সহকারী অধ্যক্ষ মাওলানা মোহেব্বুল্লাহ, ভাইস চেয়ারম্যান ও আরবি প্রভাষক মুহিব্বুল্লাহ হারুন, শিক্ষক ফজলুল হক মাস্টার, মাহবুবুর রহমান ভূঁইয়া, মোস্তাফিজুর রহমান নান্নু প্রমুখ। মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখান উপজেলার পাথরঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধন করেছেন। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে তারা এ মানববন্ধন করেন। রবিবার সকালে তিন শতাধিক শিক্ষার্থীসহ অন্যরা এ মানববন্ধনে অংশ নেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক লুৎফুন নাহারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সহসভাপতি হারুন, সমাজসেবক এম এ কাশেম, ম্যানেজিং কমিটির সদস্য মসিউর খান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সদস্য সাইফুল ইসলাম মিলন ও বিদ্যালয়টির শিক্ষকবৃন্দ। নওগাঁ ॥ রবিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলা স্কুলের ৫ সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী সমন্বয়ে মানববন্ধন রচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেনÑ কেডি স্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানু, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ম-ল, জেলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কাসেম প্রমুখ।
×