ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কার্ডবাণিজ্যের পর এবার চলছে উপবৃত্তি আত্মসাত

প্রকাশিত: ০৩:৫৫, ৮ আগস্ট ২০১৬

কার্ডবাণিজ্যের পর এবার চলছে উপবৃত্তি আত্মসাত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির কার্ড বাণিজ্য শেষ হওয়া মাত্র এবার চলছে উপবৃত্তির টাকা আত্মসাত। কোন কোন ক্ষেত্রে পুরো কিংবা নানান অজুহাতে আংশিক টাকা হাতিয়ে নিচ্ছে শিক্ষকরা। ফলে কোন শিক্ষার্থী টাকা হাতে বাড়ি ফিরতে পারছে না। শিশুদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধির জন্য উপবৃত্তি প্রকল্প চালু করেছে সরকার। কিন্তু একশ্রেণীর অসাধু শিক্ষক দুমড়ে মুচড়ে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা পকেটে তুলছে। বিশেষ করে শিবগঞ্জ উপজেলায় উপবৃত্তি বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে। অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান একেবারে সীমান্তে, নতুবা বিচ্ছিন্ন দুর্গম এলাকায়। কোন কোন ক্ষেত্রে চরাঞ্চলের পদ্মাপাড়ে অবস্থিত। এসব স্কুলে শিক্ষকরা নিয়মিত উপস্থিত না থেকে বিকল্প হিসেবে স্থানীয় শিক্ষিত যুবকদের ভাড়াটে হিসেবে মাসে পাঁচ ’শ টাকা দিয়ে কাজ চালিয়ে থাকে। কিন্তু এখন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করতে নিয়মিত হয়েছে এসব শিক্ষক।
×