ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত: ০৩:৫৪, ৮ আগস্ট ২০১৬

বাগেরহাটে নিম্নাঞ্চল  প্লাবিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি এবং গত তিন দিনের ভারি বর্ষণে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাট, মোরেলগঞ্জ ও মংলা পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট ও বস্তি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, ফকিরহাট, মোলাহাট, চিতলমারী, কচুয়া ও সদর উপজেলার অন্তত ৫০টি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধের বাইরের গ্রামগুলো দৃশ্যত তলিয়ে গেছে। এসব এলাকার বাড়িÑঘর, রাস্তাঘাট, স্কুল-মাদ্রাসা, ফসলের মাঠ জলমগ্ন হয়ে আছে। অনেক স্থানে বাড়ি-ঘরে পানি উঠে রান্না-খাওয়া প্রায় বন্ধ। সøুইচ গেট দিয়ে ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় বিপর্যয় আরও বাড়ছে। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। হাঁস-মুরগিসহ গবাদি পশুও দুর্ভোগে। জেলার অধিকাংশ মৎস্য ঘের ও পুকুর জোয়ারের পানিয়ে ভেসে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুই শতাধিক চিংড়ি ঘেরের অবস্থা খুবই নাজুক বলে জানা গেছে। বীজতলা ও পান বরজের মারাত্মক ক্ষতি হয়েছে। জলাবদ্ধতার কারণে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। নদ-নদীতে তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে বেড়িবাঁধ ও সড়কে ভাঙ্গন বেড়েছে। মোরেলগঞ্জ, মংলা, রামপাল, চিতলমারী, কচুয়া ও বাগেরহাট সদর উপজেলার অন্তত ১২টি স্থানে বেড়িবাঁধ ও সড়কে ধস/ফাটল দেখা দিয়েছে। এসব এলাকার মানুষ আতঙ্কে রয়েছে। রবিবার বাগেরহাট সদরের ইউএনও শরীফ নজরুল ইসলাম বারইপাড়া, বিষ্ণুপুর, গোটাপাড়া ও কাড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম সরেজমিন পরিদর্শন করে জানান, ভাঙ্গন রোধে চেষ্টা করা হচ্ছে।
×