ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দৌলতদিয়ায় তিন ফেরিঘাট বন্ধ

প্রকাশিত: ০৩:৫৩, ৮ আগস্ট ২০১৬

দৌলতদিয়ায় তিন  ফেরিঘাট বন্ধ

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী থেকে জানান, পদ্মা নদীর তীব্র স্রোত এবং ভাঙ্গনের ফলে দৌলতদিয়ার ১, ২ এবং ৪নং ফেরিঘাট ৩টি বন্ধ হয়ে গেছে। গত শনিবার রাত ৩টার দিকে বন্ধ হয়ে গেছে ১নং ফেরিঘাট। রবিবার সকাল থেকে তীব্র স্রোতের কারণে ফেরি ভিড়তে না পারায় বন্ধ হয়ে গেছে ২নং ফেরিঘাটটিও। ঘাট ৩টি বন্ধ হয়ে যাওয়ায় ফেরি ভিড়তে না পারায় ১৭টি ফেরির মধ্যে মাত্র ১টি ঘাট দিয়ে ৬টি ফেরি চলাচল করছে। এতে করে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজট সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ায় ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত ৩ কিমি সড়কে যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাক, মাইক্রো, প্রাইভেটকারসহ ৭ শতাধিক যানবাহন এখন নদী পারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৌলতদিয়া ঘাট দিয়ে এই মুহূর্তে নদী পারাপার না হতে যানবাহন চালকদের বিকল্প পথে চলার পরামর্শ দিয়েছেন।
×