ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুফি হাবিবের নতুন গান

প্রকাশিত: ০৩:৫০, ৮ আগস্ট ২০১৬

সুফি হাবিবের নতুন গান

স্টাফ রিপোর্টার ॥ আপন প্রতিভার আলোয় আলোকিত এক সম্ভাবনাময় সঙ্গীতসাধকের নাম সুফি হাবিব। গান রচনার পাশাপাশি সুর করছেন, গেয়েছেন, গান নিয়ে গবেষণা করছেন। বইও লিখেছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ‘রতনে রতন চিনে’ শিরোনামে ব্যতিক্রম বিষয়বস্তুর একটি গানে কণ্ঠ দিলেন তিনি। গানটি সুফি মানুষের জীবনের নির্মম এক অনুভূতির জানান দেবে। বড়র পীরিতি বালির বাঁধ, বড়দের সাথে বড়দের সম্পর্ক হয়, সমানে সমানে বন্ধু হয়, তেলে-জলে কখনও মিশ খায় না। জীবনের এ অসহায়ত্বের হাহাকার নিয়ে গানটি লিখেছেন তরুণ গীতিকার শাহিন মিকু, সুরারোপ করেছেন শহীদুল আলম। গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন লিটন দাস। গানটি আগামী কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ হবে বলে জানা গেছে। এদিকে ২০০৪ সালে প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে ‘সজনী বুঝেছি ভুল’ শিরোনামের একক এ্যালবাম নিয়ে সঙ্গীত জগতে পা রাখেন শিল্পী সুফি হাবিব। তারপর একে একে বেশ কয়েকটি এ্যালবামের জন্য গান লিখেছেন, সুর করেছেন, ক্সড এ্যালবামে গানও গেয়েছেন। গত বইমেলায় প্রকাশিত কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তার লেখা ‘প্রেমের কবি নজরুল’ বইটি ইতোমধ্যে পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে। বর্তমানে সুফি হাবিব কয়েকটি গানের সুর করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সব কিছুর পরে নিজেকে একজন সুরকার পরিচয় দিতে গর্ববোধ করেন সুফি হাবিব। ভবিষ্যতে এ বিষয়ে আরও বেশি বেশি কাজ করতে চান তিনি। তার জন্য শুভকামনা।
×