ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে বহ্নিশিখার গীতি নৃত্যালেখ্য

প্রকাশিত: ০৩:৫০, ৮ আগস্ট ২০১৬

ভারতে বহ্নিশিখার  গীতি নৃত্যালেখ্য

স্টাফ রিপোর্টার ॥ গীতি নৃত্যালেখ্য নিয়ে ভারতে যাচ্ছে দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা। ভারতের কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় পশ্চিমবঙ্গের বহরমপুর কলাক্ষেত্র আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে আগামীকাল মঙ্গলবার রবীন্দ্র সদনে বহ্নিশিখার প্রযোজনায় পরিবেশিত হবে গীতি নৃত্যালেখ্য ‘বাংলা আমার বাংলা’। এটি গ্রন্থনা করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ। এ প্রসঙ্গে তিনি জানান, বাঙালীর অস্তিত্ব রক্ষার সংগ্রাম, মূল্যবোধ এবং হাজার বছরের সংস্কৃতির মূল উপজীব্য নিয়ে রচিত হয়েছে এ গীতি নৃত্যালেখ্য। সঙ্গীত এবং নৃত্যের যোগে পুরো পরিবেশনায় রয়েছে একুশটি গান এবং ছয়টি নৃত্য। দেশবন্দনা, ভাষার গান, জাতিসত্তার গান, রবীন্দ্র-নজরুল-লালন-হাছন-শাহ্ আবদুল করিম, রজনীকান্ত, রাধারমণ, গীরিশ চক্রবর্তী, কানুঘোষ, শচীন দেববর্মণ, ওস্তাদ মোমতাজ আলী খানসহ বিখ্যাত গীতিকার ও সুরকারদের সঙ্গীতের সমাহার ঘটেছে এ গীতি নৃত্যালেখ্যে। গোলাম কুদ্দুছের নেতৃত্বে বহ্নিশিখার ২২ সদস্যের এ দলে রয়েছেনÑ আবিদা রহমান সেতু, উর্মি হালদার, ফারজানা ওয়ালী শিমু, ঝর্ণা বিশ্বাস, গীতা পালমা, সালাহ্উদ্দীন সোহাগ, আমিনুল ইসলাম খোকন, সোহাগ চন্দ্র সাহা শিমুল, আসিফ ইকবাল সৌরভ, অমিতেশ দাস অমি, হাসিন ওয়াসিন ফুয়াদ, সাহিদা রহমান সুরভি, তাহমিন আমিন তানিয়া, জান্নাতুল ফেরদৌস পিংকী, লিলিমা শাহ্জাহান লিমা, সৌন্দর্য প্রিয়দর্শিনী ঝুম্পা, তুলশী সাহা, ডালিম কুমার বড়ুয়া, নিয়াজ আহমেদ, হানিফ খান ও তারেক আলী মিলন। ২০১০ সালে বহ্নিশিখা কলকাতার ‘সমলয়’-এর আমন্ত্রণে ‘গোর্কি সদনে’ গীতিআলেখ্য ‘ফিরে চল মানির টানে’ পরিবেশন করে ব্যাপক প্রশংসা লাভ করে। ‘বাংলা আমার বাংলা’ গীতি নৃত্যালেখ্য সঙ্গীত পরিচালনায় আবিদা রহমান সেতু এবং কোরিওগ্রাফিতে সাহিদা রহমান সুরভী।
×