ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৩:৪৯, ৮ আগস্ট ২০১৬

অন্যরকম

আমি পুলিশ... যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দুই পাগলা গরুর পাল্লায় পড়েছিলেন মেইনের পুলিশ কর্মকর্তা আর্নেস্ট ম্যাকভান। তিনি কিভাবে সেই গরু দুটিকে সামলান সে বিষয়ক একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছে উইন্ডহাম পুলিশ বিভাগ। ভিডিওটি ম্যাকভান নিজেই তার সেলফোন দিয়ে করেছেন। ভিডিওতে তিনি বলেন, আমরা দুটি পাগলা গরুর পাল্লায় পড়েছি। তিনি গরুকে বলেন, হেই গরু, তোমরা রাস্তার ওই পাশেই থাক এবং তোমাদের হাত ওপরে তোল। আমার দিকে দৌঁড়ে আসবে না, কারণ আমি একজন পুলিশ। তবে গরু পুলিশের কথা না শুনে পুলিশের দিকে দৌড়ে আসে। পরে তিনি সহায়তার জন্য আরও পুলিশ ডাকেন। তবে তিনি গরু ধরতে পেরেছিলেন কিনা তা জানা যায়নি। -ইউপিআই নিউজ ডোরেমন কার্টুন বন্ধে পাকিস্তানের এক বিরোধী দলীয় এমপি দেশটিতে ২৪ ঘণ্টা ধরে চলা কার্টুন টিভি চ্যানেল, বিশেষ করে জনপ্রিয় জাপানী কার্টুন সিরিজ ডোরেমন নিষিদ্ধের আহ্বান জানিয়েছেন। তবে যেখানে দেশটি দুর্নীতি, দারিদ্র্য ও ইসলামী জঙ্গীদের নিয়ে লড়াই করছে, সেখানে এমন প্রস্তাব সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির খোরাকে পরিণত হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এমপি মালিক তৈমুর বলেছেন, এমন ধরনের চ্যানেল শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডোরেমন হলো ছোট নীল রোবট বিড়াল, যে এক অসহায় স্কুল ছাত্র ও তার পরিবারকে সহায়তা করে। Ñইয়হিু নিউজ
×