ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে হিলারি

প্রকাশিত: ০৩:৪৮, ৮ আগস্ট ২০১৬

ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে হিলারি

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনমত জরিপে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে রয়েছেন। রবিবার ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জনমত জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর এএফপির। গত এক থেকে ৪ আগস্ট টেলিফোনে নিবন্ধিত ভোটারদের ওপর এ জরিপ চালান হয়। জরিপের ফলাফলে দেখা গেছে হিলারির পক্ষে ৫০ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে। ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনের আগে চালান জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে মাত্র চার শতাংশ এগিয়ে ছিলেন। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় গত ২৫ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনে আগামী ৮ নবেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ও তার রানিংমেট ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনকে মনোনয়ন দেয়া হয়। ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ইন্ডিয়ানার গবর্নর মাইক পেঞ্চকে ওহিয়োর ক্লিভল্যান্ডে ১৮ থেকে ২১ জুলাই অনুষ্ঠিত রিপাবলিকানের জাতীয় কনভেনশনে মনোনয়ন দেয়া হয়।
×