ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কালো তালিকাভুক্ত মার্কিন নাগরিক পাকিস্তানে গ্রেফতার

প্রকাশিত: ০৩:৪৭, ৮ আগস্ট ২০১৬

কালো তালিকাভুক্ত মার্কিন নাগরিক পাকিস্তানে গ্রেফতার

গোয়েন্দাবৃত্তির অভিযোগে ২০১১ সালে কালো তালিকাভুক্ত পাকিস্তান থেকে এক মার্কিন নাগরিককে ইসলামাবাদে গ্রেফতার করা হয়েছে। ম্যাথু ক্রেইগ ব্যারেটকে শনিবার ভোরে বেনজীর ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কয়েক ঘণ্টা পর গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর ডন অনলাইনের। মার্কিন নাগরিক ব্যারেটকে পাকিস্তানী ভিসা দেয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী। স্পর্শকাতর স্থাপনার ওপর গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দেশ থেকে বহিষ্কার করা হয় ব্যারেটকে। এফআইএ ও পুলিশ কর্মকর্তারা রাজধানী ইসলামাবাদে এক গেস্ট হাউসে যৌথ অভিযান চালিয়ে ব্যারেটকে গ্রেফতার করেন। দুই এফআইএ অভিবাসন কর্মকর্তা, সাত ইন্সপেক্টর রাজা আসিফ ও তার ছেলে এহতেশামুল হকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এহতেশামকে গ্রেফতার করা হয়েছে এবং তার বাবাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। পুলিশ সূত্র এ কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী এর মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) এক সহকারী পরিচালককে সাময়িক বরখাস্ত করেছেন। ব্যারেটকে বিমানবন্দরে যখন প্রবেশ করতে দেয়া হয় তখন এ অভিবাসন কর্মকর্তা দায়িত্বরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে, হিউস্টনে পাকিস্তান কনস্যুলেট অফিসে কর্মকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে।
×