ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্তু লারমার অভিযোগ শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে

প্রকাশিত: ০৮:৪৭, ৭ আগস্ট ২০১৬

সন্তু লারমার অভিযোগ শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করে বলেছেন, শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারেরই সদিচ্ছা ও আন্তরিকতার অভাব রয়েছে। জনসংহতি চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করছে না- সরকারের মধ্যে এ কথা যারা বলছেন, তারা মিথ্যা বলছেন। শনিবার রাজধানীর হোটেল সুন্দরবনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আদিবাসী ফোরাম এর আয়োজন করে। সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ ১১ দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আদিবাসীদের শিক্ষা বিস্তার করা, শান্তিচুক্তি বাস্তবায়নে সময়সূচীভিত্তিক পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, আদিবাসী অধিকার আইন প্রণয়ন, আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করা প্রভৃতি। ‘আদিবাসী জনগণের শিক্ষার অধিকার’- আন্তর্জাতিক এই প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার’ প্রতিপাদ্যে আগামী ৯ আগস্ট দিবসটি পালিত হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল এবং গবেষক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, জাতীয় আদবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
×