ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দাবি আদায়ে গণছুটি গ্রহণের ঘোষণা পিডিবি কর্মচারীদের

প্রকাশিত: ০৮:১৬, ৭ আগস্ট ২০১৬

দাবি আদায়ে গণছুটি গ্রহণের ঘোষণা পিডিবি কর্মচারীদের

স্টাফ রিপোর্টার ॥ দাবি আদায়ে কঠোর কর্মসূচী দিয়েছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা ঐক্য পরিষদ। আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গণছুটি গ্রহণের ঘোষণা দিয়েছে পিডিবির সকল কর্মকর্তা-কর্মচারী। তবে জাতীয় স্বার্থ বিবেচনায় বিদ্যুত কেন্দ্রের কর্মীদের এই আন্দোলনের বাইরে রাখা হবে। এছাড়া আজ রবিবার এবং আগামীকাল সোমবার মতিঝিলে পিডিবি কার্যালয় এবং বিদ্যুত ভবনে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঐক্য পরিষদ। রংপুর এবং রাজশাহীকে নিয়ে নতুন বিদ্যুত বিতরণ কোম্পানি গঠনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন করছে ঐক্য পরিষদ। আন্দোলনকে ঘিরে গত মঙ্গলবার থেকে পিডিবিতে কোন দাফতরিক কাজ হয়নি। শনিবার ঐক্য পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে রাতে জানান পিডিবির সিবিএ সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, এর মধ্যে দাবি আদায় না হলে ১৬ আগস্ট নতুন কর্মসূচী ঘোষণা করা হবে। আন্দোলনের ফলে চেয়ারম্যানের অফিসসহ প্রধান কার্যালয়ের অধিকাংশ দফতর তালাবদ্ধ করে রাখা হয়। এতে উর্ধতন কর্মকর্তরা কেউই অফিস করতে পারেননি। অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কাজ থেকে বিরত থাকছেন। রংপুর ও রাজশাহী অঞ্চলের অফিসগুলোতেও এ ধরনের কর্মসূচী চলছে। বিদ্যুত খাতের সংস্কারের অংশ হিসেবে পিডিবির রাজশাহী ও রংপুর অঞ্চলের ১৬টি জেলার বিদ্যুত বিতরণ কার্যক্রম নিয়ে নর্থ ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (নওপাডিকো) গঠন করা হয়। বিগত ২০০৩ সালে কোম্পানি গঠনের সিদ্ধান্ত হলেও সরকার এখন তা বাস্তবায়ন করছে।
×