ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে যৌন নিপীড়নের দায়ে বাংলাদেশীর কারাদণ্ড

প্রকাশিত: ০৮:১৫, ৭ আগস্ট ২০১৬

সিঙ্গাপুরে যৌন  নিপীড়নের দায়ে বাংলাদেশীর কারাদণ্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ সিঙ্গাপুরে এক নারীকে যৌন নিপীড়ন করার দায়ে এক বাংলাদেশীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানায়, আদালত গত শুক্রবার মাসুদ রানার (৩৬) বিরুদ্ধে রায় ঘোষণার ক্ষেত্রে ‘ওয়ার্ক পারমিট’ শেষ হওয়ার পর দেশটিতে ১৩ দিন অবস্থান এবং একটি ভুয়া নথি (স্পেশাল পাস) ব্যবহারের বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে বলে উল্লেখ করে। মামলার এজাহারে বলা হয়, ৮ জুলাই ভোর সাড়ে ৫টার দিকে ২৯ বছরের এক নারী তার ছেলে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে পিছনে কারও হাত টের পান। ঘুরে দেখেন মাসুদ তার শরীরে হাত দিয়েছেন। গায়ে হাত দিলেন কেনÑ প্রশ্নের জবাবে বলা হয়, ‘হোটেল? ১০০ ডলার, ২০০ ডলার?’ এ সময় পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি ঘটনা দেখে মাসুদকে কী হয়েছে জানতে চাইলে তিনি পালিয়ে যান। পরে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে দেখা যায়, গত ২৫ জুন তার কাজের অনুমোদন বাতিল হয়ে গেছে এবং তারপর থেকে তিনি অবৈধভাবে সিঙ্গাপুরে আছেন।
×