ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা পর্যন্ত রেলে আগ্রহী যুক্তরাজ্য

প্রকাশিত: ০৬:৩১, ৭ আগস্ট ২০১৬

কুয়াকাটা পর্যন্ত রেলে আগ্রহী যুক্তরাজ্য

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, পায়রা সমুদ্রবন্দরে বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য,। এই বন্দরকে আরও কার্যকর করতে পদ্মা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগেও তারা আগ্রহ দেখিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এ্যালিসন বে-ইকের সঙ্গে বৈঠকের সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগে তার প্রভাব পড়বে না বলে মনে করছেন তিনি। তোফায়েল বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায়। পদ্মা সেতু থেকে কুয়াকাটা রেলওয়ে সংযোগ এবং পায়রাবন্দরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য।’ বাংলাদেশ সরকার যে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে যাচ্ছে, তাতে বিনিয়োগে যুক্তরাজ্যকে আহ্বান জানান তিনি। অর্থনীতি ডেস্ক
×