ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরখাস্ত ড্যারেন সামি!

প্রকাশিত: ০৫:৩৭, ৭ আগস্ট ২০১৬

বরখাস্ত ড্যারেন সামি!

স্পোর্টস রিপোর্টার ॥ যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) পক্ষ থেকে কিছু জানান হয়নি। তবে খোদ ড্যারেন সামি যখন ভিডিও বার্তায় বলেন, তিনি আর টি২০ দলের অধিনায়ক ননÑ তখন সেটি বিশ্বাস করতেই হয়। ঘটনা নাটকীয়ই বলতে হবে। সামির নেতৃত্বে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তোলে ক্যারিবীয়রা। একেবারে চ্যাম্পিয়নের গর্ব মাথায় নিয়ে বরখাস্ত! ‘আমি গতকাল একটা ফোন কল পেলাম। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যানের সঙ্গে মাত্র ৩০ সেকেন্ডের মতো কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, তারা টি২০ দলে আমার অধিনায়কত্ব পর্যালোচনা করেছেন। আমি আর অধিনায়ক থাকছি না। আমার পারফর্মেন্সও থাকার মতো নয়।’ নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও বার্তায় বলেছেন সামি। কেবল নেতৃত্ব নয়, একইসঙ্গে দলেও জায়গা হারিয়েছেন ৩২ বছর বয়সী অলরাউন্ডার। উইন্ডিজ ক্রিকেটে তার অবদান কম নয়। ২০১০ সালে এক ঝাঁক সিনিয়র ক্রিকেটারদের বিদ্রোহ-বিবাদে যখন নাজুক অবস্থা তখন অস্থায়ীভাবে ওয়ানডের দায়িত্ব পান। একই বছর নবেম্বরে শ্রীলঙ্কা সফরে পাকাপাকিভাবে টেস্ট ও ওয়ানডের অধিনায়ক করা হয়। টি২০তে নেতৃত্বের অভিষেক ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০১৩ সালের পর টেস্ট এবং ২০১৫ সালের পর আর ওয়ানডে দলে সুযোগ না পেলেও টি২০তে টানা দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১২ সালে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন, একটি আসর সর্বশেষ এবারও দেশকে ট্রফি উপহার দেন। অবশ্য বোর্ডের সঙ্গে তার সম্পর্কটা কখনই ভাল ছিল না। অধিনায়ক হিসেবে আলো ছড়ালেও সম্প্রতি মাঠের নৈপুণ্যে একেবারেই অনুজ্জ্বল সামি।গত এপ্রিলে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চেই ডব্লিউআইসিবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মূলত বোর্ডের কার্যক্রম, খেলোয়াড় বাছাই, বেতন-ভাতাসহ বিভিন্ন ইস্যুতে সেচ্চার ছিলেন সেন্ট লুসিয়ায় জন্ম নেয়া সামি। এই বরখাস্ত হয়তো তারই পুরস্কার! সবসময় হাসিখুশি স্বভাবের সামি যে বিষয়টা সহজভাবে নিতে পারেননি সেটি তার আবেগী বক্তব্যে ফুটে ওঠে, ‘যতদিন খেলেছি দলের জন্য হৃদয় দিয়েই খেলেছি। অনেক সময় বোর্ডকর্তা বা কোচের সঙ্গে মতবিরোধ হয়েছে। কিন্তু বাস্তবতা হলো আমাকে এখন আর প্রয়োজন নেই! ক্যারিবীয় ক্রিকেটভক্তদের ধন্যবাদ।’ ট্রেবল চ্যাম্পিয়নদের এই অবস্থা! রাসেলের টানা চতুর্থ হার স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন ম্যাচে হারার পর কোথায় ঘুরে দাঁড়াবে, তা না, বরং চতুর্থ ম্যাচেও তিক্ত হারের স্বাদ পেল শেখ রাসেল ক্রীড়া চক্র। শনিবার ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে দিনের একমাত্র খেলায় প্রতিপক্ষ ফেনী সকারের কাছে ০-২ গোলে হারে রাসেল। ম্যাচের ৩৫ ও ৮১ মিনিটে বিজয়ী দলের এনটিম ফ্রাঙ্ক টুয়াম এবং চৌমরিন রাখাইন একটি করে গোল করেন। ৪ ম্যাচে এটা ‘হেনিয়ান’ এবং ‘দ্য রেড এ্যান্ড হোয়াইট’ খ্যাত সকার ক্লাবের প্রথম জয়। ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান ১২ দলের মধ্যে ষষ্ঠ। উঠে এলো তিন ধাপ ওপরে। পক্ষান্তরে সমান ম্যাচে কোন পয়েন্ট নেই রাসেলের। অবস্থান আগের মতোই, তলানিতে। লাথামের সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ বুলাওয়েতে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন টম লাথাম। ১১ চারের সাহায্যে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলে আউট হয়েছেন কিউই ওপেনার। ২০তম টেস্টে লাথামের এটি পঞ্চম সেঞ্চুরি। প্রথম টেস্টেও ১০৫ রান করেছিলেন তিনি। সেঞ্চুরির অপেক্ষায় আছেন কেন উইলিয়ামসন। কিউই অধিনায়ক ব্যাট করছেন ৯৫ রান নিয়ে। তার আগে ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন মার্টিন গাপটিল। ১টি করে উইকেট নিয়েছেন ডোনাল্ড ত্রিপানো ও শন উইলিয়ামস। দিনশেষে প্রথম ইনিংসে ৮৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে অতিথিদের সংগ্রহ ৩২৯ রান।
×