ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গল টেস্টেও লজ্জার হার অস্ট্রেলিয়ার

সতেরো বছর পর শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৫:৩৬, ৭ আগস্ট ২০১৬

সতেরো বছর পর শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ এক বছর, এক দশক কিংবা এক যুগও নয়, দীর্ঘ সতের বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। শনিবার চতুর্থ দিনেই গল টেস্টে ২২৯ রানের বিশাল জয় তুলে নেয় এ্যাঞ্জেলো ম্যাথুজের দল। সেই সঙ্গে এক ম্যাচ হাতে রেখে তিন টেস্টের ‘ওয়ার্ন-মুরালিধরন’ ট্রফি পকেটে পোরে সনাথ জয়সুরিয়ার উত্তরসূরিরা। হ্যাঁ জয়সুরিয়া, বিশ্বজয়ী সাবেক এই তারকার নেতৃত্বে ১৯৯৯ সালে অসিদের বিপক্ষে সর্বশেষ ও একমাত্র সিরিজটি জিতেছিল লঙ্কানরা। দুটি কারণে ম্যাথুজদের সাফল্য তার চেয়ে বেশি কিছু। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের ‘নাম্বার ওয়ান’, দ্বিতীয়ত স্বাগতিকদের টানা দুই জয়। জয়সুরিয়ারা সেবার তিন টেস্টের সিরিজটা জিতেছিলেন ১-০ ব্যবধানে, ম্যাথুজের চোখে এবার ‘হোয়াইটওয়াশ’র স্বপ্ন...। ৪১৩ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ ওভারে ২৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে মূলত শুক্রবার শেষ বিকেলেই হারের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া! দেখার ছিল স্টিভেন স্মিথরা সেটি কতটা প্রলম্বিত করতে পারেন। কাল ৫০.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয় তারা। সফরে আরও একবার লঙ্কান স্পিন-বিষে নাকাল অসিরা, তবে এবার রঙ্গনা হেরাথ নন, হন্তারক দিলরুয়ান পেরেরা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর ক্যারিয়ারসেরা বোলিংয়ের পথে তার শিকার সংখ্যা ৬। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে করেছিলেন গুরুত্বপূর্ণ ৬৪ রান। একই টেস্টে ১০ উইকেট ও হাফ সেঞ্চুরির রেকর্ড শ্রীলঙ্কার আর কারও নেই। বেশি বয়সে হেরাথের হ্যাটট্রিক রেকর্ডকে ম্লান করে গল জয়ের ‘নায়ক’ তাই ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার। অস্ট্রেলিয়া ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ আগেরদিন ডেভিড ওয়ার্নারের ৪১। কাল ৩০ রান করে ফিরেছেন স্মিথ। এ্যাডাম ভোগসের ২৮ আর মিচেল স্টার্কের ২৬ উল্লেখ্যযোগ্য। প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে যাওয়াটাই অতিথিদের ডুবিয়েছে। লঙ্কার বিপক্ষে যা তাদের সর্বনিম্ন রানে ‘অলআউট’ হওয়ার লজ্জা। বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ডসহ ৪ উইকেট হেরাথের। শ্রীলল্কা দুই ইনিংসে করে ২৮১ ও ২৩৭। ৫+৬= ১১ উইকেট নিয়েও সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় অসি পেসার স্টার্ককে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়। টানা দুই হারে সিরিজ হাতছাড়া হওয়ার পর পারফর্মেন্সে হতাশা প্রকাশ করেন কোচ ড্যারেন লেহম্যান। প্রভাবশালী দলটি এবার শীর্ষস্থান খোয়ানোর শঙ্কায়। বিপরীতে সাস্প্রতিক ব্যর্থতার মাঝে দারুণ এ প্রাপ্তিতে যারপরনাই খুশি লঙ্কাপতি ম্যাথুজ। ও হ্যাঁ খুশি সেই জয়সুরিয়াও, যিনি এই দলের প্রধান নির্বাচক। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৮১/১০ (কুশল মেন্ডিজ ৮৬, ম্যাথুজ ৫৪; স্টার্ক ৫/৪৪) ও দ্বিতীয় ইনিংস ২৩৭/১০ (দিলরুয়ান ৬৪; স্টার্ক ৬/৫০)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১০৬/১০ (ওয়ার্নার ৪২; হেরাথ ৪/৩৫, দিলরুয়ান ৪/২৯) ও দ্বিতীয় ইনিংস ১৮৩/১০ (ওয়ার্নার ৪১; দিলরুয়ান ৬/৭০)।
×