ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবারও স্বর্ণ জিততে চান কিংকুয়ান

প্রকাশিত: ০৫:৩৬, ৭ আগস্ট ২০১৬

আবারও স্বর্ণ জিততে চান কিংকুয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ গত অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন চাইনিজ ভারোত্তোলক লং কিংকুয়ান। জিতেছিলেন ৫৬ কেজি শ্রেণীতে। তিনি রিও ডি জেনিরো অলিম্পিকে একই ইভেন্টে লড়ছেন এবার। আজই নিশ্চিত হয়ে যাবে নিজেকে কতটা ধরে রাখতে পেরেছেন এই চার বছরে। অবশ্য কিংকুয়ান নিজে দাবি করছেন আগের তুলনায় অনেক পরিণত হয়ে উঠেছেন তিনি। তাই এবার স্বর্ণপদক ধরে রেখে তিনি তার ভবিষ্যত প্রজন্মকে দারুণ একটা উদাহরণ দিয়ে যেতে চান। বিশেষ করে এক সন্তানের বাবা হওয়ার পর এ ভারোত্তোলকের সব চিন্তাই এখন তাকে ঘিরে। গত অলিম্পিকে স্বর্ণ জেতার পথে কিংকুয়ান দুটি জুনিয়র চ্যাম্পিয়নশিপস রেকর্ড গড়েছিলেন। এবার নিজের লক্ষ্য নিয়ে ২৫ বছর বয়সী কিংকুয়ান বলেন, ‘৮ বছর আগে বেজিংয়ে আমি একেবারেই একজন বালকের মতো ছিলাম। কিন্তু এখন আমি এক বালকের বাবা। আগের চেয়ে অনেক পরিণত হয়েছি। আশা করছি আমার ছেলে একদিন আমাকে নিয়ে গর্ববোধ করবে তেমন কিছু করতে পারব।’ আজই স্বর্ণের ফয়সালা হবে পুরুষদের ৫৬ কেজি শ্রেণীর ভারোত্তোলনে। তখন কি এ ফেবারিট ভারোত্তোলক ছেলের জন্য স্বর্ণপদক গলায় ঝুলিয়ে দাঁড়াতে পারবেন পুরস্কার মঞ্চে?
×