ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলের বাধা এবার ইরাক

প্রকাশিত: ০৫:৩৫, ৭ আগস্ট ২০১৬

ব্রাজিলের বাধা এবার ইরাক

স্পোর্টস রিপোর্টার ॥ ফুটবল বিশ্বের অন্যতম সফল দল ব্রাজিল। সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে তারা। কোপা আমেরিকার শিরোপা জিতেছে আটবার। কিন্তু দুর্ভাগ্য সেলেসাওদের! এখন পর্যন্ত অলিম্পিকের স্বর্ণটাই জেতা হয়নি তাদের। কয়েকবার আশা জাগালেও শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে শৈল্পিক ফুটবলের দেশ ব্রাজিলের। এখন পর্যন্ত একবারও স্বর্ণপদক জিততে পারেনি পেলে-রোনাল্ডোর দেশ। তবে এবার অলিম্পিকের স্বাগতিক ব্রাজিল। তাই রিও ডি জেনেরিওতে অলিম্পিক স্বর্ণ না জেতার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যেই মাঠে নামে রোজারিও মিকেলের শিষ্যরা। কিন্তু প্রথম ম্যাচেই সমর্থকদের হতাশ করে নেইমার-গ্যাব্রিয়েল-রাফিনহারা। বৃহস্পতিবার ব্রাসিলিয়ায় ৭০ হাজার সমর্থকের সামনে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল! তবে শুরুর হতাশা থেকে বেরিয়ে আসার লক্ষ্য নিয়েই বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় মুখোমুখি হবে ইরাকের। প্রথম ম্যাচে ১০ জনের দলে পরিণত হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন গোল করতে না পারলে কড়া সমালোচনার মুখে পড়েন নেইমার। দেশটির সংবাদ মাধ্যমে নেইমারকে ‘লোভী’ হিসেবে আখ্যায়িত করা হয়। তাদের মতে, নেইমার এদিন সতীর্থদের বল দিয়ে সহায়তা করেননি। ২৭ বার প্রতিপক্ষের কাছে বল হারান তিনি। তবে বার্সিলোনার ব্রাজিলিয়ান অধিনায়কের ওপর যথেষ্ট আস্থা রাখছেন অলিম্পিকের কোচ রোজারিও মিকেল। কোপা আমেরিকায় অংশ না নেয়ায় গত ২২ মে থেকে কোন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি নেইমার। এটাকেও দায়ী করেছেন মিকেল। তার মতে ‘দীর্ঘ সময় ছুটি কাটিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরেছে সে। তাই তাকে আরও দেখা উচিত। প্রতিযোগিতায় জ্বলে ওঠার এখনও সময় রয়েছে। তার ওপর আমার অনেক আস্থা রয়েছে।’ উদ্বোধনী ম্যাচে ইরাকও গোলশন্য ড্র করেছিল ডেনমার্কের বিপক্ষে। তাই দুই দলের জন্যই এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিকদের আতিথেয়তায় মুগ্ধ ইরাকের কোচ। তিনি বলেন, ‘এখানে আসতে পারাটা আমাদের জন্য অনেক সম্মানের।’ অন্যদিকে পর্তুগালের কাছে ২-০ গোলে হেরে অলিম্পিক মিশন শুরু করেছে আর্জেন্টিনা। স্বর্ণ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ তাদের জয়ের বিকল্প নেই। বাংলাদেশ সময় রাত ৩টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আলজিরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো খেলবেন ফিজির বিপক্ষে। প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মেক্সিকো। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই বর্তমান চ্যাম্পিয়নদের। ফিজি অবশ্য প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারায় এই ম্যাচে মেক্সিকোই ফেবারিট। এছাড়া অন্য ম্যাচে জার্মানি খেলবে কোরিয়ার বিপক্ষে। শুক্রবার ভোর ৫টায় আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠে রিও অলিম্পিকের। ঝলমলে অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়াজগতের সবচেয়ে বড় আসরের। তবে তার আগেই শুরু হয়ে যায় অলিম্পিক ফুটবল। জানিয়ে রাখা ভাল যে, অলিম্পিক ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি তিনটি করে সোনা জয়ের রেকর্ড আছে গ্রেট বৃটেন ও হাঙ্গেরির দখলে। আর্জেন্টিনা জিতেছে দুটি স্বর্ণপদক। এবারও সোনা জিততে পারলে আর্জেন্টিনা ভাগ বসাতে পারবে বৃটেন ও হাঙ্গেরির রেকর্ডে। পারবে কি মেসি-ম্যারাডোনার উত্তরসূরিরা? সমর্থকদের সেটাই এখন দেখার অপেক্ষা।
×