ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রোঞ্জ যুগের সুতা

প্রকাশিত: ০৫:৩১, ৭ আগস্ট ২০১৬

ব্রোঞ্জ যুগের  সুতা

ব্রিটেনের এক প্রাচীন গ্রামে খননের সময় ব্রোঞ্জ যুগের কিছু সুতা পাওয়া গেছে। আশ্চর্য ব্যাপার হলো সুতাগুলো সুদীর্ঘকাল মাটির নিচে থাকলেও এগুলোর রং নষ্ট হয়নি। সুতাগুলো আনুমানিক ৩ হাজার বছর আগের হলেও এগুলো এখনও শক্ত রয়েছে। পূর্ব ইংল্যান্ডের পিটার্সবার্গের এই গ্রামের এক খামারে খনন করার সময় হঠাৎ সুতাগুলো নজরে আসে। দীর্ঘদিন থেকে এখানে খনন পরিচালনা করছে ব্রিটেনের প্রতœতত্ত্ব বিভাগ। সুতাগুলোর মধ্যে কিছু আলগা অবস্থায় আর একটা বর্তমান যুগের ববিনের মতো কাঠের বস্তুর সঙ্গে পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। সুতাগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়েছিল তা নিয়ে এখন গবেষণা চলছে। এক গবেষক বলছেন, সুতাগুলো এখনও ব্যবহারযোগ্য। বিষয়টি প্রকৃতপক্ষে বিস্ময়কর। মনে করা হচ্ছে কোন উদ্ভিদজাত তন্তু থেকে সুতাগুলো তৈরি করা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, শন, অতসী অথবা বিছুটি গাছের তন্তু দিয়ে এই সুতা তৈরি করা হতে পারে। এই সুতা নিয়ে গবেষণায় আরও সময় প্রয়োজন বলে অনেকে মত দিয়েছেন। কারণ এই গবেষণা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। -লাইভ সায়েন্স অবলম্বনে।
×