ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টার্গেট কিলিং, জঙ্গী হামলা করে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৩০, ৭ আগস্ট ২০১৬

টার্গেট কিলিং, জঙ্গী হামলা করে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে মায়াকান্না ছেড়ে বিএনপিকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ সরকার যেকোন প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে আছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বন্যা উপদ্রুত উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে ত্রাণ তৎপরতা প্রমাণ করে আওয়ামী লীগ জনগণের দল। ভ- রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। গোলটেবিল বৈঠক আর বিবৃতি দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন করা যায় না। তিনি শনিবার সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় দিনভর বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এর আগে তিনি বেলকুচি উপজেলার ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন করেন। এর আগে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ শহরের বাসভবন থেকে বেলকুচির পথে রওনা হলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপারের সয়দাবাদ থেকে ঢাকার বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলকুচির সন্তান মীর মোশারফ হোসেনের নেতৃত্বে শতাধিক মোটর বাইকের একটি গাড়িবহর মন্ত্রীকে অভিনন্দন জানায় এবং সমাবেশস্থল পর্যন্ত নিয়ে যায়। বেলকুচি উপজেলা হাসপাতাল চত্বরে স্বাস্থ্য বিভাগ আয়োজিত এ সমাবেশে ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কোন চক্রান্তই শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে বলেন, জঙ্গীর কোন দল নেই, ধর্ম নেই। এরা ইসলামের শত্রু, উন্নয়নের শত্রু। বিএনপি-জামায়াত জঙ্গী কর্মকা-ের সঙ্গে জড়িত মন্তব্য করে তিনি আরও বলেন, বেগম জিয়া টার্গেট কিলিং ও জঙ্গী হামলা করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়। তাদের সেই ষড়যন্ত্র সফল হবে না। ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে সেই দল দেশ পরিচালনা করবে। তিনি বলেন, বিএনপি জঙ্গীবাদকে মাথায় তুলে জঙ্গীবিরোধী জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। খালেদার সঙ্গে ঐক্য হবে না, খুনীদের সঙ্গে ঐক্য হতে পারে না। ঐক্য হবে জনগণের সঙ্গে। তাদের ঐক্যের ডাকে কাদের সিদ্দিকীসহ অনেকেই সাড়া দেননি বলেও নাসিম মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ ম-ল। স্বাগত বক্তব্য দেনÑ সিভিল সার্জন ডাঃ শেখ মোঃ মনজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, এ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ঢাকার বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন প্রমুখ। এছাড়া ত্রাণ বিতরণের সময় হাসিবুর রহমান স্বপন এমপিসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে মন্তব্য করে সরকারের সিনিয়র এই মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রাকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। গোটা বিশ্বে বাংলাদেশের উন্নয়ন রোল মডেলে পরিণত হয়েছে। এ অবস্থায় কোন অপশক্তির কাছে মাথানত করা যায় না। স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে ওই সকল অপশক্তিকে প্রতিরোধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি তিনি আহ্বান জানান। যেকোন দুর্যোগে সরকার জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, এ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা নেই। মাঠে না নেমে বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং তার দল শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে বন্যার্ত মানুষের জন্য কুম্ভীরাশ্রু বিসর্জন করছেন, বিবৃতি দিচ্ছেন। তাদের এ ভ- রাজনীতির জবাব জনগণ ২০১৯ সালের নির্বাচনে দেবে বলেও তিনি মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী বর্তমান সরকারের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুতসহ বিভিন্ন সেক্টরের উন্নয়ন কর্মকা- তুলে ধরে বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধশালী হয়ে ওঠে।
×