ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গী সফিউলের লাশ নিয়ে গেছে পরিবার

প্রকাশিত: ০৫:৩০, ৭ আগস্ট ২০১৬

জঙ্গী সফিউলের  লাশ নিয়ে  গেছে পরিবার

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহের নান্দাইলে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২ জঙ্গীর মধ্যে সফিউলের লাশ নিয়ে গেছে তার পরিবার। শনিবার বিকেলে নান্দাইল থানা পুলিশ মা নার্গিস সুলতানা শিউলীর কাছে জঙ্গী সফিউলের লাশ হস্তান্তর করে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শুক্রবার বিকেলে ময়নাতদন্তের পর সফিউলের লাশ হিমঘরে রাখা হয়েছিল। একটি এ্যাম্বুলেন্সে করে সফিউলের লাশ দিনাজপুরের ঘোড়াঘাট থানার দক্ষিণ দেবীপুর গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যায় তার মা। শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে পুলিশ হত্যা মামলা আসামি গুলিবিদ্ধ সফিউল ময়মনসিংহ মেডিক্যালে ২২ দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। এই ঘটনায় শুক্রবার রাতে নান্দাইল থানায় অস্ত্র, বিস্ফোরক ও হত্যাসহ মোট ৩টি আলাদা মামলা দায়ের করে র‌্যাব-১৪। মামলায় সুনির্দিষ্টভাবে আসামির নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি।
×