ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্যের চিন্তা করবে সরকার ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩০, ৭ আগস্ট ২০১৬

জামায়াত ছাড়লে বিএনপির সঙ্গে ঐক্যের চিন্তা করবে সরকার ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ আগস্ট ॥ নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, সন্ত্রাস দমনে বিএনপি যদি জামায়াতকে ছেড়ে তওবা করে আসে, তাহলে তাদের সঙ্গে ঐক্যের চিন্তাভাবনা করবে সরকার। শনিবার বিকেলে আশুলিয়ার জামগড়া বেরন এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরান শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে জঙ্গীবাদবিরোধী মহাসমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, বিএনপি একটা মিথ্যাবাদী দল। বর্তমানে দেশে তাদের কোন অস্তিত্ব নেই। এ মুহূর্তে বাংলাদেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই। ২০১৯ সালের আগে কোন জাতীয় নির্বাচন হবে না। সেই নির্বাচনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে। এতদিন খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে। সন্ত্রাস দমনে সরকার জিরো ট্রলারেন্স রয়েছে। জঙ্গীবিরোধী মহাসমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানসহ কোরাান শিক্ষা ফাউন্ডেশনের উর্ধতন কর্মকর্তারা।
×