ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরও জঙ্গী হামলার আশঙ্কা ইউরোপোলের

প্রকাশিত: ০৫:২৫, ৭ আগস্ট ২০১৬

বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ায় আরও জঙ্গী হামলার আশঙ্কা ইউরোপোলের

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে আগামীতে আরও জঙ্গী হামলা হতে পারে। এই অঞ্চলে ইসলামিক স্টেট ও আল কায়েদার কর্মকা- আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় পুলিশ অফিসের (ইউরোপোল) এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। নেদারল্যান্ডসের ইউরোপোল অফিস থেকে ২০১৬ সালের সন্ত্রাসবাদ বিয়ষক সদ্য প্রকাশিত এই রিপোর্টে বলা হয়েছে, জঙ্গী হামলার ক্রমবর্ধমান ঝুঁকিতে রয়েছে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়া। এই অঞ্চলে উত্থান ঘটছে আইএস ও আল কায়েদার শাখার। আর বাংলাদেশে পশ্চিমাদের টার্গেট করে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা হয়েছে। এতে এ অঞ্চলে ভবিষ্যতে আরও সন্ত্রাসী হামলা ও অপহরণের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, নাস্তিক ও ধর্মদ্রোহী হিসেবে অভিহিত করে পাকিস্তানে এক শিক্ষাবিদকে ও তিন ব্লগারকে (দু’জন বাংলাদেশী ও এক পাকিস্তানী) হত্যা করা হয়েছে। এর দায় স্বীকার করেছে আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস)। বাংলাদেশে গত বছর ২৮ সেপ্টেম্বর হত্যা করা হয়েছে ইতালির এক নাগরিককে। ৩ অক্টোবর এক জাপানীকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ হামলাকে ‘হিট এ্যান্ড রান টেররিস্ট’ হামলা হিসেবে আখ্যায়িত করা হয়। পরে এর দায় স্বীকার করেছে আইএস। এই গ্রুপটি শিয়াদের ওপর ও বাংলাদেশী নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপরও হামলার দায় স্বীকার করে। ইউরোপোল প্রতিবেদনে নতুন একটি সমস্যার দিকে বিশেষ গুরুত্বারোপ করেছে। সেটি হলো শিশু যোদ্ধাদের ধারণার বিস্তার ঘটানো। এতে বলা হয়েছে, সিরিয়া ও ইরাকে বসবাসরত বিদেশী যোদ্ধাদের সন্তানদের পরবর্তী প্রজন্মের যোদ্ধা হিসেবে সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে আইএসের রাষ্ট্র গঠনের অনুশীলন হিসেবে। তাই সেখানে জিহাদী দম্পতির কদরও বাড়ছে।
×