ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে শিবিরের আস্তানা পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

প্রকাশিত: ০৫:২৪, ৭ আগস্ট ২০১৬

দিনাজপুরে শিবিরের আস্তানা পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

জনকণ্ঠ ডেস্ক ॥ জয়পুরহাটে নাশকতা মামলার আসামি জামায়াতের নায়েবে আমীর মাওলানা আতাউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। এদিকে দিনাজপুরের কাহারোলে জামায়াতের একটি প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। দিনাজপুরের কাহারোলে জিহাদী বই ও দেশীয় অস্ত্রসহ সাত শিবির ক্যাডার গ্রেফতার হওয়ার পর বিক্ষুব্ধ জনতা শুক্রবার রাতে জামায়াত-শিবিরের আস্তানা জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে সেখানে এক বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগসহ এলাকাবাসী। মিছিল শেষে তারা শিবিরের আস্তানা নামে পরিচিত ‘ভিক্টরি ইন্টারন্যাশনাল স্কুলে’ অগ্নিসংযোগ করে। এলাকাবাসী জানায়, ওই প্রতিষ্ঠানটিতে প্রায়ই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে। বিষয়টি এলাকাবাসী জানলেও এতদিন তারা কোন পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সহায়তায় এলাকাবাসী সেখানে অগ্নিসংযোগ করে। উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাহারোলের ৫নং সুন্দরপুর ইউনিয়নের দশমাইল সংলগ্ন পূর্বসাদীপুর গ্রামের সড়কের পার্শ্বে অবস্থিত ‘ভিক্টরি ইন্টারন্যাশনাল স্কুলে’ বসে নাশকতার পরিকল্পনার সময় জিহাদী বই, দেশীয় অস্ত্রসহ সাত শিবির ক্যাডারকে গ্রেফতার করে পুলিশ।
×