ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলে বিষয়ভিত্তিক নম্বর থাকবে

প্রকাশিত: ০৪:১৭, ৭ আগস্ট ২০১৬

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলে বিষয়ভিত্তিক নম্বর থাকবে

স্টাফ রিপোর্টার ॥ এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলে জিপিএর পাশাপাশি বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরও দেয়া হবে। আগামী ১৮ আগস্ট প্রথমবারের মতো জিপিএ এবং বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বরসহ এইচএসসির ফল প্রকাশ করা হবে। শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক কর্মশালায় এ তথ্য ওঠে এসেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. এসএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ। কর্মশালায় ঢাকা মহানগরীর সরকারী বেসরকারী কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা কলেজ ভর্তি কার্যক্রমের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। কর্মশালায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার মানোন্নয়নের বিষয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্যকে এগিয়ে নিতে শিক্ষা ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে উদ্যোগ নেয়া হয়েছে। একাদশ শ্রেণীর পরপর দুটি শিক্ষাবর্ষে অনলাইন ভর্তি কার্যক্রমের সফল অভিজ্ঞতা প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনায় শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টদের আত্মপ্রত্যয়ী করে তুলেছে। তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, কলেজ অধ্যক্ষ, শিক্ষা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এ অনলাইন ভর্তি কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেয়া হবে।
×