ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খিলক্ষেতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৭, ৭ আগস্ট ২০১৬

খিলক্ষেতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে একই এলাকা থেকে দুই লাখ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর খিলক্ষেতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মুজিবুল হায়দার রবিন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। তিনি ওই এলাকার একটি দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। মৃত রবিনের বন্ধু ফারুক জানান, খিলক্ষেত এলাকার মধ্যপাড়ার একটি মসজিদের ছাদের ওপর শুক্রবার জুমার নামাজ পড়ছিলেন রবিন। এ সময় তিনি ছাদের বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। দুই লাখ পিস ইয়াবা ॥ রাজধানীর খিলক্ষেত থেকে ২ লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাইফুল ইসলাম ওরফে কামাল, মোঃ আলাউদ্দিন ও মোঃ ইব্রাহিম হাওলাদার। এ সময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার গভীর রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেতের লোটাস কামাল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো অনুমানিক মূল্য ৮ কোটি টাকা। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক স্পটে সরবরাহ করে থাকেন। এ ব্যাপারে খিলক্ষেতে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়া রাজধানীতে ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৩৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৩ পুরিয়া হেরোইন, ২০ পিস ইনজেকশন ও ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ দাবি করেছেন, তারা সবাই মাদক ব্যবসায়ী। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ডিসি মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
×