ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:১০, ৭ আগস্ট ২০১৬

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন? ক) ১৩২ নং অনুচ্ছেদে খ) ১৩৩ নং অনুচ্ছেদে গ) ১৩৪ নং অনুচ্ছেদে ঘ) ১৩৫ নং অনুচ্ছেদে ২১. সার্কের প্রতিষ্ঠাকালীন সময়ে কয়টি সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা হয়েছিল? ক) ৫টি খ) ৭টি ) ৮টি ঘ) ৯টি ২২. ৭ম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল- ক) ১ বছর ৫ মাস খ) ২ বছর ১১ মাস গ) ৪ বছর ৮ মাস ঘ) ৫ বছর ২৩. বাংলাদেশের বিচারব্যবস্থা গড়ে উঠেছে- র. সংবিধানের সমুন্নত রাখতে রর. ন্যায়বিচার প্রতিষ্ঠায় ররর. নাগরিক জীবন সংরক্ষণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৪. ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র হলো- র. ফ্রান্স রর. ইতালি ররর. পোল্যান্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৫. পঞ্চদশ সংশোধনী উত্থাপন করেন- ক) ব্যরিস্টার শফিক আহমেদ খ) শেখ হাসিনা গ) আবুল মুহিত ঘ) ওবায়দুল কাদের ২৬. কোন সময় হতে ভারতে ইংরেজিকে অফিস আদালতের ভাষা বলে ঘোষণা করা হয়? ক) ১৮৩৪ খ) ১৮৩৫ গ) ১৮৩৬ ঘ) ১৮৩৭ ২৭. ১৯৭৯ সালের জাতীয় সংসদের নির্বাচনের কতটি রাজনৈতিক দল ও উপদল অংশগ্রহণ করে? ক) ২০টি খ) ২৫টি গ) ২৯টি ঘ) ৩০টি ২৮. উপজেলা এলাকার দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কাদের? ক) উপজেলা পরিষদের খ) উপজেলা সমবায় সমিতির গ) উপজেলা বণিক সমিতির ঘ) নাগরিক সমিতির ২৯. কোন অঞ্চলে কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? ক) শহর অঞ্চল খ) পলি অঞ্চলে গ) জেলায় ঘ) শিল্পাঞ্চলে ৩০. কোনটি প্রতিরোধ একটি দীর্ঘমেয়াদি ও বহুমুখী প্রক্রিয়া? ক) অর্থ পাচার খ) দলীয়করণ গ) স্বজনপ্রীতি ঘ) দুর্নীতি ৩১. জেলা জজকে সাহায্য করে থাকেন- র. ম্যাজিস্ট্রেট রর. যুগ্ম জজ ররর. অতিরিক্ত জজগণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩২. ১৯৫২ সালের কত তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়? ক) ১ ফেব্রুয়ারি খ) ৪ ফেব্রুয়ারি গ) ১ মার্চ ঘ) ৪ মার্চ ৩৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কত সালের কত তারিখে ছাত্রলীগ' এর জন্ম হয়? ক) ১৯৪৭ সালের ১৪ আগস্ট খ) ১৯৪৮ সালের ১১ মার্চ গ) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঘ) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ৩৪. এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? ক) ১৩ খ) ১৪ গ) ১৫ ঘ) ১৬ ৩৫. সংসদ ভঙ্গ হবার কত দিনের মধ্যে উপদ্রেষ্টাগণ নিযুক্ত হবেন? ক) ২০ খ) ৩০ গ) ১০ ঘ) ১৫ ৩৬. বাজেট প্রণয়নের মূল ভূমিকা পালন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) অর্থমন্ত্রী গ) পররাষ্ট্রমন্ত্রী ঘ) দ্বাদশ সংশোধনী ৩৭. জনবহুল গ্রামঞ্চলের সার্বিক উন্নয়নে কাদের কার্যপরিধি অত্যন্ত ব্যাপক? ক) গ্রাম সরকার খ) ইউনিয়ন পরিষদ গ) জেলা পরিষদ ঘ) উপজেলা পরিষদ ৩৮. বাংলাদেশ কত সালে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে? ক) ১৯৯৪ সালে খ) ১৯৯৮ সালে গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে ৩৯. পাকিস্তানের সংবিধানে বাংলার সাথে সাথে কোন ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ক) হিন্দি খ) পশতুন গ) উর্দু ঘ) আরবি ৪০. আধুনিকালে কল্যাণমূলক রাষ্ট্রের উদ্ভদের ফলে রাষ্ট্রের কোন ধরনের কার্যাবলি বৃদ্ধি পাচ্ছে? ক) সামরিক খ) প্রশাসনিক গ) শাসনতান্ত্রিক ঘ) জনকল্যাণমূলক ৪১. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ রয়েছে? ক) ১০টি খ) ১১টি গ) ১২টি ঘ) ১৩টি ৪২. পাকিস্তানেরর কোন ডেপুটি স্পিকারকে গণপরিষদের মধ্যে হত্যা করা হয়? ক) আব্দুল হামিদ খ) শাহেদ আলী গ) রাজ্জাক আলী ঘ) আইয়ুব আলী ৪৩. বাংলাদেশ জাতীয় সংসদে বিশেষভাবে কোন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে? ক) আইন বিভাগ খ) বিচার বিভাগ গ) শাসন বিভাগ ঘ) সামরিক বিভাগ ৪৪. ইউনিয়ন পরিষদের তিনজন মহিলা সদস্যকে কীভাবে নির্বাচিত করা হয়? ক) প্রশাসনিকভা্বে খ) মনোনয়নের ভিত্তিতে গ) সরাসরি ভোটে ঘ) অভিজ্ঞতার ভিত্তিতে ৪৫. ১৯৬৯ সালের কত তারিখে সর্বদলীয় নেতৃবৃন্দের গোলটেবেলি বৈঠক আহ্বান করেন? ক) ২৭ জানুয়ারি খ) ২৮ জানুয়ারি গ) ২৭ ফেব্রুয়ারি ঘ) ২৮ ফেব্রুয়ারি ৪৬. তিতুমীরের পৃকৃত নাম কী? ক) সৈয়দ আহমদ ব্রেলভী খ) শাহ ওয়ালী উল্ল্যা গ) হাজী শরীয়তউল্লাহ ঘ) সৈয়দ মীর নিসার আলী ৪৭. খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? ক) রাজিয়া বানু খ) আনোয়ারা বেগম গ) নূরজাহান মোরশেদ ঘ) বদরুন্নেসা আহমেদ ৪৮. বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কী? ক) সরকারের আয় ব্যয়ের হিসাব করা খ) বাজেট প্রণয়ন পেশ করা গ) রাষ্ট্রের হিসাব সংসদে পেশ করা ঘ) সরকারি হিসাব নিরীক্ষণ করা উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: �সাম্প্রতিকালে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে অত্যাচার চালানো হয় তা আলোচনা হয় তা অত্যন্ত মর্মস্পর্শী। মালোপাড়ার বাসন্তী দেবীর বাড়িতেও চালানো হয়েছে ধ্বংসযজ্ঞ। ভয়ে-আতঙ্কে বাসন্তী দেবী ও তার পরিবার নিখর হয়ে গিয়েছে। এখন যেন তারা� নিজ দেশেই ভিনদেশি। ৪৯. সাধারণত জেলা পর্যায়ের আদালতগুলো কী নামে পরিচিত? ক) অধঃস্তন আদালত খ) উধ্বর্তন আদালত গ) সেশন আদালত ঘ) দ্রুত বিচার আদালত ৫০. কোন রোগটি ছোঁয়াচে নয়? ক) খোস পাঁচড়া খ) জন্ডিস গ) এইডস ঘ) বসন্ত সঠিক উত্তর: ১. (ক) ২. (গ) ৩. (গ) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (খ) ৮. (ঘ) ৯. (খ) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (ঘ) ১৬. (গ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (ঘ) ৪১. (খ) ৪২. (খ) ৪৩. (গ) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (গ)
×