ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১০, ৭ আগস্ট ২০১৬

টুকরো খবর

মোগলহাট সীমান্তে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৬ আগস্ট ॥ জেলা সদরের মোগলহাট ও দুর্গাপুর সীমান্তে ভারতের কুচবিহার জেলার দিনহাটা মহকুমার নগদটারী গ্রামে ধরলা নদীতে ডুবে দুইটি পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সাড়ে ৪টায় শিশুদের লাশ দিনহাটায় ময়নাতদন্ত শেষে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুই দেশের সীমান্ত গ্রামগুলোতে শোকের ছায়া নেমে এসেছে। গেছে শুক্রবার সন্ধ্যায় নগদটারী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীর ছড়ার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে শিশুরা সেখানে নদীর ছড়ার ধারে খেলছিল। অসাবধানতায় একজন পড়ে যায়। তাঁকে উদ্ধারে একে একে চার শিশু নেমে পড়ে। এভাবেই চার শিশুর সলিল সমাধি ঘটে। নিহত শিশুরা হলো, নগদটারী গ্রামের এনামুল হকের দুই কন্যা রেখা খাতুন (১০) ও রেহেনা খাতুন (১২) । অন্য শিশুদ্বয় হলো, একই গ্রামের জাহেদুল ইসলামের কন্যা মনি খাতুন (৬) ও আরবান আলী (৮)। সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় নিহত ৪ নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ৬ আগস্ট ॥ ৩টি সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্রশিবির সভাপতি ও এক প্রবাসীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার বুড়িচং ও আদর্শ সদর উপজেলার ৩টি স্থানে শুক্রবার রাতে ও শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার ৮টার দিকে জেলার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন কুমিল্লা মহানগর শিবির সভাপতি ডাঃ মোজাম্মেল হক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহানগরীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া শনিবার ভোরে মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের নাম ইসমাইল হোসেন (৪০)। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা ও সৌদি প্রবাসী, অপরজনের পরিচয় জানা যায়নি। একই দিন সকালে মহাসড়কের আদর্শ সদর উপজেলার ঝাগুরজুলিতে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় ঢাকামুখী একটি মিনি ট্রাক। এতে মিনি ট্রাকের হেলপার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রাইজপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মাইনুদ্দিন (২৪) নিহত হন। কর্ণফুলীতে পুনরায় ক্যাপিটাল ড্রেজিংয়ের ঘোষণা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরের প্রাণ কর্ণফুলী নদী। এ নদী ক্রমাগত ভরাট হয়ে যাচ্ছে উজান থেকে পলি আসার কারণে। প্রায় ২৬৫ কোটি টাকা ব্যয়ে এ নদীর ক্যাপিটাল ড্রেজিং কাজ শুরু করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাঝপথে ১২৯ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ঠিকাদার। পরবর্তীতে এ নিয়ে উচ্চ আদালতে মামলা হয়, যে মামলা এখনও চলছে। এ অবস্থায় পলি ভরাটের জের হিসেবে দেশে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও সন্নিহিত এলাকা এবং এর পাশাপাশি হালিশহর ও আগ্রাবাদ এলাকার বিভিন্ন স্থান জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে। গত বৃহস্পতি ও শুক্রবার খাতুনগঞ্জ এলাকা ব্যাপক পানিতে সয়লাব হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে অপূরণীয়। এ অবস্থায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বয় সভায় আইনী জটিলতা পেরিয়ে কর্ণফুলীতে ফের ড্রেজিং শুরু করা সম্ভব বলে ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল খালেদ ইকবাল। এরপর শনিবার খাতুনগঞ্জ জলাবদ্ধ নিরসন দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধনে উপস্থিত হয়ে আগামী দু’মাসের মধ্যে ড্রেজিং শুরু হবে বলে ঘোষণা দিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। ম্যানেজিং কমিটির সদস্য বটে ! সংবাদদাতা, বেড়া, পাবনা, ৬ আগস্ট ॥ বেড়ায় জেএসসি পরীক্ষার্থীদের কোচিং ক্লাসে (অতিরিক্ত ক্লাস) লুঙ্গি পরে যাবার কারণে লুৎফর রহমান নামের একজন শিক্ষককে ম্যানেজিং কমিটির এক সদস্য বেদম প্রহার করেছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী ভারেঙ্গা একাডেমিতে এ ঘটনা ঘটে। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অভিযুক্ত সদস্যের বিচার দাবি করে বিক্ষোভ করেছে। সহকারী শিক্ষক লুৎফর রহমান জানান, আসন্ন জেএসসি পরীক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য বিদ্যালয়ে প্রতিদিন ভোরবেলায় অতিরিক্ত ক্লাস নেয়া হয়। শনিবার সকালে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে অতিরিক্ত ক্লাস (কোচিং) করাতে চাননি। কিন্তু বিদ্যালয়ে ওই দিন কোচিং ক্লাসে শিক্ষক কম থাকায় তার এক সহকর্মীর অনুরোধে জরুরীভাবে লুঙ্গি পরেই তিনি শ্রেণীকক্ষে ক্লাস করাতে যান। সকাল ৮টার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির হিতৈষী সদস্য আজিবর মোহরী শ্রেণীকক্ষে ঢুকে তাকে লুঙ্গি পরা দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কোন কথা না বলেই শ্রেণীকক্ষের ভেতর ছাত্রছাত্রীর সামনেই তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। পিরোজপুরে এমপির অবৈধ কর্মকা-ের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৬ আগস্ট ॥ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে এমপি আউয়াল ও তার ছেলে আব্দুর রহমানের ব্যক্তিগত লোক অন্তর্ভুক্ত না হওয়ায় ও কমিটি নিয়ে পদ বাণিজ্য করতে না পারায় ক্ষিপ্ত হয়ে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো এবং এমপির অবৈধ কর্মকা-ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, এমপি ইউপি নির্বাচনে মনোনয়ন নিয়ে অর্থ বাণিজ্য করেছেন। ওই সব প্রার্থী দলীয় মনোনয়ন না পাওয়ায় তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নৌকার বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীদের কাজ করার নির্দেশ দেন এমপি আউয়াল। কিন্তু জেলা ছাত্রলীগ সে নির্দেশ না মেনে নৌকা প্রতীকের পক্ষে কাজ করলে তিনি ক্ষিপ্ত হন। সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম মিঠু লিখিত বক্তব্য, এমপি আউয়ালের ছাত্রলীগের বিরুদ্ধে ঢাকায় করা সংবাদ সম্মেলনে করা সব অভিযোগ মিথ্যা ও অসত্য দাবি করে তার দালিলিক প্রমাণ উপস্থাপন করেন এবং ঢাকায় এমপি আউয়ালের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, জেলা ছাত্রলীগের একজনও স্বাধীনতাবিরোধী, খুনী, মাদকসেবী ও অছাত্র নেই। এ সময়ে জেলা ছাত্রলীগ সভাপতি শুভ্রজিৎ হালদার বাবু, সহসভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সানা উল্লাহ সানা, যুগ্ম সম্পাদক এসএম বায়েজীদ হাসান, ইফতেখার মাহমুদ, শিবলী সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৬ আগস্ট ॥ কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৩০/৩৫ জনের সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে। এছাড়া হামলাকারীরা সাড়ে ২০ লাখ টাকা লুট এবং বাড়ি ও অফিসের সব আসবাবপত্র ভেঙ্গে ফেলে।
×