ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের ভুলে ভরা প্রশ্নে স্কুল পরীক্ষা ॥ ক্ষোভ

প্রকাশিত: ০৪:০৯, ৭ আগস্ট ২০১৬

ফের ভুলে ভরা প্রশ্নে  স্কুল পরীক্ষা ॥  ক্ষোভ

নিজস¦ সংবাদদাতা, গফরগাঁও, ৬ আগস্ট ॥ আবারও ভুলে ভরা প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়েছে কোমলমতী শিক্ষার্থীরা। ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষার দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় ভুলে ভরা প্রশ্ন দিয়েই শেষ করল দ্বিতীয় দিনের পঞ্চম শ্রেণীর গণিত পরীক্ষা। শনিবার ১১.৩০ থেকে ২টা পর্যন্ত শেষ হয়েছে দ্বিতীয় দিনের গণিত পরীক্ষা। এছাড়াও ৩য় ও ৪র্থ শ্রেণীর প্রশ্নপত্রেও অসংখ্য ভুল পাওয়া গেছে। প্রশ্নে অসংখ্য ভুল থাকলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নিয়ে কোন মাথাব্যথা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অভিভাবক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় গণিত প্রশ্নে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্নের বিভিন্ন শব্দের বানানে অসংখ্য ভুল রয়েছে। ভুলের অন্যতম শব্দগুলো হচ্ছে যথাক্রমের স্থলে যথাকমে, ক্ষেত্রফলের স্থলে ক্ষেতফল, ইতিহাসের স্থলে ইহিহাসে,একজনের স্থলে এজন, দৈর্ঘের স্থলে দৈষ্ঠ্যর, বিনিয়োগকৃত স্থলে বিনিযোগকৃতসহ প্রায় ৩০টির মতো ভুল রয়েছে ৫ম শ্রেণীর প্রশ্নপত্রে। এছাড়াও ৩য় ও ৪র্থ শ্রেণীর গণিত প্রশ্নেও অনুরূপ ভুল ধরা পড়ে শিক্ষক ও অভিভাবকদের কাছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম দিনের বাংলা পরীক্ষায় প্রশ্নপত্র পড়ে দেখা যায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্নের বিভিন্ন শব্দের বানানে অসংখ্য ভুল রয়েছে। এছাড়াও ৪র্থ ও ৩য় শ্রেণীর বাংলা প্রশ্নপত্রেও অসংখ্য ভুল রয়েছে। খায়রুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ জানান, প্রশ্নে ভুল থাকলেও আমাদের কিছুই করার নেই। উপরের নির্দেশেই পরীক্ষা নিচ্ছি। গফরগাঁও আদর্শ শিশু নিকেতনের অধ্যক্ষ আবদুস সাত্তার বলেন, প্রাথমিক শিক্ষা অফিস থেকে বেশি দামে প্রশ্ন কিনে আমাদের পরীক্ষা নিতে হয়েছে। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহীন আহমেদ প্রশ্নপত্রে অসংখ্য ভুল থাকার বিষয়টি স্বীকার করে বলেন, পরবর্তীতে এমন ভুল আর হবে না।
×