ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে আসুন’

প্রকাশিত: ০৪:০৯, ৭ আগস্ট ২০১৬

‘মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এগিয়ে আসুন’

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে নির্ভয়ে সাক্ষী দিতে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর (আইজিপি) এম সানাউল হক। শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ও ভিকটিম, জেলা ও থানা মুক্তিযোদ্ধা কমান্ডার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ’৭১, সেক্টর কমান্ডার্স ফোরাম ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহবান জানান। তিনি সকলকে নিজ নিজ স্থান থেকে সাক্ষী দেয়ার জন্য এগিয়ে আসার আহবান জানান। সানাউল হক বলেন, সাক্ষীদের নিরাপত্তা দেবে রাষ্ট্র। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। মতবিনিময় সভায় সাতক্ষীরাবাসীর পক্ষে বলা হয়, চিহ্নিত যুদ্ধাপরাধীদের মধ্যে কেবলমাত্র মাওলানা খালেক ম-ল ওরফে জল্লাদ খালেক গ্রেফতার হয়েছে। সাতক্ষীরায় এক খালেক ম-ল ব্যতীত জামায়াতের আর কোন শীর্ষ নেতা এখনও গ্রেফতার হয়নি উল্লেখ করে বলা হয় আব্দুল্লাহেল বাকী, রোকনুজ্জামান খানসহ অসংখ্য শীর্ষ রাজাকারকে এখনও গ্রেফতার করা হয়নি। সভায় সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন। তিন লাখ টাকা মুক্তিপণ দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ আগস্ট ॥ বড়াইগ্রামে ২২দিন ধরে অপহৃত প্রতিবন্ধী শিশু তুহিনকে (১৪) ফিরিয়ে দিতে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। শনিবারের মধ্যেই মুক্তিপণ না দেয়া হলে রবিবার রাতের মধ্যেই তাকে ভারতে পাচার করে দেয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি। শুক্রবার রাত ১২টার দিকে অপহৃত শিশু তুহিনের বাবার মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করে ওই ব্যক্তি।
×