ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে যুবলীগ সভাপতি খুন

প্রকাশিত: ০৪:০৯, ৭ আগস্ট ২০১৬

দিনাজপুরে যুবলীগ সভাপতি খুন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হাকিমপুরের বৈগ্রামে বিরোধপূর্ণ পুকুরে কচুরিপানা পরিষ্কার করা নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ‘বৈগ্রাম যুব ক্লাবের সভাপতি বদিউজ্জামান সুজন (৩৩) খুন হয়েছেন। তিনি বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি। শনিবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে। এদিকে সুজনের খুনের খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী শফিকুল ইসলামের বাড়িতে ভাংচুর চালায় এবং আগুন দেয়। গ্রামবাসী জানায়, শনিবার সকাল সাতটা থেকে বৈগ্রাম যুব ক্লাবের সদস্যরা ক্লাবের পূর্বপাশের পুকুরে কচুরিপানা পরিষ্কার করতে নামে। কিন্তু গ্রামের শফিকুল ইসলাম ও তার ছেলে রবিউল ইসলাম পুকুরের মালিকানা দাবি করে কাজ বন্ধ করে দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্বিত-া শুরু হলে শফিকুল ও তার ছেলে রবিউল পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা বদিউজ্জামান সুজনকে আচমকা লাঠি দিয়ে মাথার পেছনে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় সুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রংপুর মেডিক্যালে নেয়ার পথে তিনি মারা যান। টঙ্গীতে যুবক নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাইফুল ইসলাম সম্রাট নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সম্রাট চাঁদপুর জেলার মতলব এলাকার শামসুল হকের ছেলে বলে জানা গেছে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় বকুলের বাড়িতে বসবাস করতেন। জানা যায়, টঙ্গীর দত্তপাড়া এলাকার আলম মার্কেটের সামনে ৭/৮ জন যুবকের সঙ্গে সম্রাটের কথা কাটাকাটি হয়। এ সময় তাকে এলোপাথাড়ি মারধর করে এবং দা দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই সম্রাট মারা যান।
×