ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৌকাডুবি ॥ নিখোঁজ ৬ যাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৮, ৭ আগস্ট ২০১৬

নৌকাডুবি ॥ নিখোঁজ ৬ যাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৬ আগস্ট ॥ জেলার কালুখালী উপজেলার হরিনবাড়ীয়া বাজার নৌকাঘাটের ব্রিজের কাছে পদ্মার শাখা নদীতে শুক্রবার সন্ধ্যায় ইঞ্জিনচালিত যাত্রীবাহী একটি নৌকাডুবিতে একই পরিবারের ৩ জনসহ ৬ যাত্রীর লাশ শনিবার সকালে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩ মহিলা, ২ শিশু এবং ১ যুবক রয়েছে। রাজশাহীর ফায়ার সাভির্সের ডুবুরি দল,কালুখালী থানার পুলিশ এবং স্থানীয় জনতা এই উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকৃতরা হচ্ছে, হালিমন-৫০, হালিমনের মেয়ে ফরিদা আক্তার ৩০, হালিমনের ননদ মোছাম্মৎ বেগম ২০, শিশু রাজু ৪ ও রাহুল ৬ এবং ভ্যানচালক দুলাল ৩৬। তবে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃতদের বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলেকদিয়া গ্রামে। রাজবাড়ীর জেলা প্রশাসক জিন্নাত আরা এবং পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক জিন্নাত আরা প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এ ঘটনায় রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী,রাজবাড়ী-২আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুননাহার চৌধুরী লাভলী গভীর দুঃখ এবং শোক প্রকাশ করেছেন।
×